সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মৃত্যুর তিনদিন অতিক্রান্ত। বলিউডের ‘রূপ কি রানি’র মরদেহ ফিরছে দেশে। ফরেনসিক রিপোর্টে দাবি দুর্ঘটনাজনিত মৃত্যু। কিন্তু কীভাবে ঘটতে পারে এমন দুর্ঘটনা? বাথটবের জলে ডুবে কেমন করে প্রাণ হারাতে পারে কেউ? শরীরে অ্যালকোহলও নাকি পাওয়া গিয়েছে? আদতে কী ঘটেছিল শ্রীদেবীর সঙ্গে? তার জবাব দুবাই পুলিশের কাছে দিয়েছেন বনি কাপুর। বাবার পাশে থাকতে মনোমালিন্য ভুলে দুবাই রওনা দিয়েছেন অর্জুন কাপুরও।
কিন্তু মিডিয়ার প্রশ্নের শেষ নেই। কৌতূহল জাগাটা স্বাভাবিক। কিন্তু গুটিকয়েক মিডিয়া নানা কিসিমের অনুষ্ঠান সাজিয়ে বলিউড ডিভার মৃত্যুর কারণ নিয়ে যেভাবে কাটাছেঁড়া করছে তাতে বেজায় ক্ষিপ্ত স্বস্তিকা মুখোপাধ্যায়। ২৫ ফেব্রুয়ারি সকালে খবরটি পেয়েই মুষড়ে পড়েছিলেন তিনি। টুইট মারফত জানিয়েছিলেন ছোটবেলার একটা অঙ্গ যেন আর নেই।
feeling so sad so very sad. never knew an actor can do that to you. a part of childhood gone, so many films, so many memories attached to them, so many school fights…all for HER. The Diva. Sridevi. can’t come to terms with it. feeling devastated. God be with her family.
— Swastika Mukherjee (@swastika24) February 25, 2018
কিন্তু এরপরই নায়িকার মৃত্যু নিয়ে যেভাবে সংবাদমাধ্যমের একাংশ দায়িত্ব নিয়ে ময়নাতদন্ত শুরু করে দেয়। যখন জানা যায়, হৃদরোগে আক্রান্তর কারণে নয় আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রী-র। তাতে সাংবাদিকদের একাংশের তদন্তের গতি যেন বাড়তে থাকে। পুরো বিষয়টি দেখে বেজায় ক্ষুব্ধ স্বস্তিকা টুইট করেন, বাথরুমের ১৫ মিনিট নিয়ে অসংবেদনশীল সংবাদমাধ্যমগুলি যা করতে তা অত্যন্ত লজ্জাজনক ও হতাশার। সমস্ত নীতি জলাঞ্জলি দেওয়া হয়েছে বলে মনে করেন নায়িকা।
All you insensitive morons behind ‘Bathroom ke wo 15 minute’ on @abpnewstv, you guys have taken this shit to some other level. Flush your ethics in the toilet & celebrate.
SHAMEFUL. DISGUSTING. This is what you do with the death of a legend. #shame— Swastika Mukherjee (@swastika24) February 26, 2018
[সম্ভবত খুন করা হয়েছে শ্রীদেবীকে, বিস্ফোরক দাবি সুব্রহ্মণ্যম স্বামীর]
এখানেই ক্ষান্ত হননি ক্ষুব্ধ নায়িকা। ঘটনায় আহত হয়ে টুইটার থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ফিরবেন তখনই যখন বুঝবেন জীবিত কিংবা মৃত মানুষকে সম্মান জানানোর মতো মনুষ্যত্ব কিছু মানুষের মধ্যে এসেছে।
Goodbye Twitter. see you when I get a confirmation that We Are Still Human Beings capable of respecting other human beings, whether alive or dead.
— Swastika Mukherjee (@swastika24) February 26, 2018
[ফুটবল নিয়ে পরমের নয়া ছবি ‘খেলেছি আজগুবি’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.