Advertisement
Advertisement

Breaking News

Vivek Agnihotri accused SRK

বলিউড নষ্ট করে দিয়েছেন শাহরুখ খান! বিস্ফোরক মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর

কেন এমন বক্তব্য 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক?

Director Vivek Agnihotri accused Shah Rukh Khan of ‘destroying’ Bollywood | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 18, 2023 3:25 pm
  • Updated:August 18, 2023 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত মন্তব্যের জেরে মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) নাম। এবার বলিউড বাদশাকে আক্রমণ করে বসলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। বলিউডে নষ্ট করে দিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan), এমনই মন্তব্য করেছেন তিনি।

Vivek-Agnihotri-accused-SRK-1

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিবেক বলেন, “জানেন কি আমি শাহরুখ খানের ফ্যান? সবসময় বলি ওর মতো ক্যারিশম্যাটিক কেউ নেই। কিন্তু আমি মনে করি এরা বলিউডের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে নষ্ট করেছে। সমস্ত কিছু শেষ করে দিয়েছে। এখন তো সবকিছুই শুধু পিআর, ব্রিভ্রান্তি, গ্ল্যামার আর স্টারডম। যা কিছুতে স্টারডম নেই তার গ্রহণযোগ্যতা নেই। এখানেই আমার আপত্তি। আর এটাই আমার সমস্যা।”

[আরও পড়ুন: ‘গদর ২’ ছবির টিকিট বিক্রি নিয়ে তুমুল ঝামেলা, সিনেমা হলের বাইরে বোমা বিস্ফোরণ!]

বিবেকের দাবি শাহরুখ নাকি দর্শকদের নির্বোধ মনে করেন। পরিচালকের কথায়, “এটা আমি একদম সহ্য করতে পারি না। আমি মানুষের জন্য সিনেমা তৈরি করি। ওরা (শাহরুখ খান ও করণ জোহর) বক্সঅফিস ফিল্ম তৈরি করে। ওদের সিনেমা সাফল্য পেলে তা শাহরুখের সিনেমার সাফল্য হয়। আমার ছবি সফল হলে তা মানুষের সাফল্য হয়। তাই আমাদের অবস্থান একেবারে বিপরীত মেরুতে।”

Vivek-Agnihotri-accused-SRK-2

শাহরুখের সঙ্গে কি কাজ করবেন কখনও? এই প্রশ্নে পরিচালকের জবাব, “শাহরুখ খান যদি আমার কথামতো কাজ করতে রাজি থাকেন, আমার কোনও অসুবিধা নেই। কিন্তু যদি তিনি আমার ছবিতে কাজ করেন, সেখানে লেখক আর পরিচালকের গুরুত্ব বেশি থাকবে আর নায়ক থাকবেন ব্যাকগ্রাউন্ডে, এটা হয়তো শাহরুখ মেনে নেবেন না। তাই তিনি কখনই আমার সঙ্গে কাজ করতে পারবেন না।” এদিকে ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্যে এসেছে বিবেকের নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর টিজার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নানা পাটেকর, পল্লবী যোশী, রাইমা সেন, অনুপম খেরের মতো তারকা।

[আরও পড়ুন: ‘এমন একটা ভাব করছেন যেন যাদবপুরে লেখাপড়া হয় না’! ছাত্রমৃত্যু কাণ্ডে বিস্ফোরক উষসী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement