Advertisement
Advertisement
Sandip Chowdhury

সিরিয়ালের সেটে আচমকা অসুস্থ, প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী

বাবার মতো পরিচালনাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সন্দীপ।

Director Sandip Chowdhury passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 3, 2023 2:01 pm
  • Updated:January 3, 2023 3:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার যেন বাংলার সাংস্কৃতিক জগতের কালো দিন। ভোরেই প্রখ্যাত সংগীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণের খবর প্রকাশ্যে আসে। তারপর আবার জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে তথা টলিউড পরিচালক সন্দীপ চৌধুরীর প্রয়াণের খবর জানা যায়। 

Sandip-Chowdhury-2

Advertisement

‘গুরুদক্ষিণা’, ‘বড় বউ’, ‘ছোট বউ’, ‘নবাব’, ‘লোফার’-এর মতো সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের মন জয় করেছিলেন অঞ্জন চৌধুরী। বাবার পথ অনুসরণ করেই পরিচালনার জগতে আসেন সন্দীপ চৌধুরী (Sandip Chowdhury)। ‘এরাও শত্রু’র মতো মেগা সিরিয়ালের পরিচালনা করেছিলেন পরিচালক সন্দীপ। এছাড়াও, ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের সৃজনশীল পরিচালকও ছিলেন। এছাড়াও ‘কন্যাদান’ ধারাবাহিকের সংলাপের দায়িত্বে ছিলেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত ও জিতু কমলকে নিয়ে ‘বিদ্রোহিনী’ ছবির ঘোষণাও করেছিলেন সন্দীপ চৌধুরী।  

[আরও পড়ুন: ১১০০ কিমি সাইকেল চালিয়ে দুয়ারে ‘দিওয়ানা’ ফ্যান, কী করলেন সলমন খান?]

জানা গিয়েছে, দিন পনেরো আগে সিরিয়ালের সেটেই অসুস্থ হয়ে পড়েন সন্দীপ চৌধুরী। ৪৪ বছরের পরিচালককে ইকবালপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার পরিচালকের প্রয়াণের খবর জানা যায়। প্রাথমিক কারণে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যান তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sandip Chowdhury (@sandipdirector)

উল্লেখ্য. এদিনই ভোর সাড়ে চারটে নাগাদ কিংবদন্তি সংগীতশিল্পী সুমিত্রা সেন প্রয়াত হন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই পাশাপাশি ঠান্ডা লেগেছিল তাঁর। পরিস্থিতির অবনতি হলে গত ২১ ডিসেম্বর কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় সুমিত্রা সেনকে। সেখানেই শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। ফুসফুসে নিউমোনিয়ার প্যাচও ছিল বলে শোনা গিয়েছে। প্রখ্যাত সংগীতশিল্পীর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দীপ চৌধুরীর অকালপ্রয়াণের খবরে শোকের আবহ বাংলার সাংস্কৃতিক মহলে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sandip Chowdhury (@sandipdirector)

[আরও পড়ুন: তুনিশা কাণ্ডে ‘লাভ জেহাদ’ তত্ত্ব ওড়ালেন শিজানের পরিবার, কী বললেন অভিনেতার মা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement