Advertisement
Advertisement
Raj Chakraborty

‘আসুন একসঙ্গে বসে ধর্মযুদ্ধ দেখি’, ছবি বয়কট বিতর্কে নন্দনে সব দলকে আমন্ত্রণ রাজ চক্রবর্তীর

বয়কট বিতর্কে ইন্দ্রদীপ দাশগুপ্তর 'বিসমিল্লা' ছবিও।

Raj chakraborty invites all Politican in nandan to watch dharmajuddha | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 23, 2022 5:29 pm
  • Updated:August 23, 2022 6:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’, ‘দোবারা’, ছবি বয়কটের ডাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত এক ট্রেন্ডের সূত্রপাত। তবে এই বয়কট কাণ্ড থেকে ছাড় পায়নি টলিউডও। সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর মুক্তি পাওয়া ছবি ‘ধর্মযুদ্ধ’ বয়কটের ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ এই ছবিকে বয়কট করার জন্য নানারকম প্ররোচনামূলক পোস্ট করে চলেছে। প্রথমে চুপ থাকলেও, সোশ্যাল মিডিয়ায় এই বয়কট কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন পরিচালক রাজ স্বয়ং। তবে শুধুই মুখ খুললেন না। বরং বয়কট বিতর্কের জবাব দিতে অভিনব পদক্ষেপ নিলেন। মঙ্গলবার নন্দন প্রেক্ষাগৃহে ‘ধর্মযুদ্ধ’ দেখার আমন্ত্রণ জানালেন রাজ। পরিচালক জানালেন, এই শোয়ে তিনিও থাকবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে রাজ চক্রবর্তীর (Raj Chakraboty) সঙ্গে যোগাযোগ করা হলে রাজ জানান, ‘ধর্মযুদ্ধ’ সম্প্রীতির কথা বলে। এই ছবির গল্পে এমন কিছু নেই যা ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে। এই ছবির বিরোধিতা করা মানে সম্প্রীতির বিরোধিতা করা। সেই কারণেই আমি সবাইকে এই সিনেমার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘তোমার জন্যই ভাল গাইতে পেরেছি’, ‘বিসমিল্লা’ ছবির তরুণ শিল্পীর প্রশংসায় অরিজিৎ সিং]

কোনও বিশেষ দলের সঙ্গে যুক্ত মানুষদেরকেই কি আমন্ত্রণ জানাচ্ছেন রাজ? তাঁর কথায়, ”এই ছবি দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি শহরের বিশিষ্ট মানুষদের। এই আমন্ত্রণের সময় দল বা রাজনৈতিক মতভেদের কথা মাথায় রাখিনি। আমি চাই সবাই এই ছবিটা দেখুক, তারপর বিচার করুক। এমনকী, যাঁরা এই ছবিকে বয়কট করার কথা বলছেন, তাঁরাও আসুন। আমিও আপনাদের সঙ্গে বসে ছবি দেখব। ছবি শেষে আমাকে প্রশ্ন করুন। হঠাৎ করে বয়কটের ডাক দেওয়া হচ্ছে কেন!”

তবে শুধু রাজ চক্রবর্তীর ‘ধর্মযুদ্ধ’ (Dharmajuddha) নয়। সম্প্রতি মুক্তি পাওয়া পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর ‘বিসমিল্লা’ ছবিও বয়কট করার ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ‘বিসমিল্লা’ ছবির অভিনেতা ঋদ্ধি সেনের একটি পোস্টকে কেন্দ্র করেই নেটিজেনের একাংশ ‘বিসমিল্লা’ বয়কটের ডাক দিয়েছে।

[আরও পড়ুন: বক্স অফিসে ডাহা ফ্লপ ‘লাল সিং চাড্ডা’, কোনও ওটিটি কিনতে চাইছে না আমিরের ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement