Advertisement
Advertisement

গুরুতর অসুস্থ ‘দৃশ্যম’ খ্যাত পরিচালক নিশিকান্ত কামাত, ভরতি হাসপাতালে

অনুরাগীরা নিশিকান্তের দ্রুত আরোগ্য কামনা করছেন।

Director Nishikant Kamat is critical, hospitalised in Hyderabad
Published by: Sulaya Singha
  • Posted:August 11, 2020 10:46 pm
  • Updated:August 11, 2020 10:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বলিউডে দুঃসংবাদ। গুরুতর অসুস্থ হয়ে হায়দরাবাদের হাসপাতালে ভরতি পরিচালক নিশিকান্ত কামাত। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মঙ্গলবারই হাসপাতালে ভরতি করা হয়েছে বলা খবর।

জানা গিয়েছে, অতীতে লিভার সিরোসিসের সমস্যায় ভুগেছিলেন তিনি। ফের সেই সমস্যাই নাকি চাগাড় দিয়ে উঠেছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। দৃশ্যম, মাদারি, মুম্বই মেরি জান-সহ বেশ কিছু হিট হিন্দি ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই পরিচালক। ২০১৫ সালে মুক্তি পাওয়া অজয় দেবগণ ও টাবুর ‘দৃশ্যম’ তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। বলিউডে জনপ্রিয়তা পান তিনি। তবে শুধুই হিন্দি ছবির জগতে পরিচালনা নয়, একাধিক মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ছোটখাটো ভূমিকায় দেখা গিয়েছে রকি হ্যান্ডসাম, ভবেশ যোশী সুপারহিরো-সহ বেশ কয়েকটি হিন্দি ছবিতেও।

Advertisement

[আরও পড়ুন: শরীর জবাব দিচ্ছে, চিকিৎসার জন্য সিনেমা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সঞ্জয় দত্ত]

তবে মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বেশি নাম পেয়েছেন পরিচালক হিসেবে। ২০০৫ সালে দোম্বিভালি ফাস্ট ছবি দিয়ে মারাঠা সিনেমার জগতে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। যে ছবি বক্সঅফিসে চুটিয়ে ব্যবসা করেছিল। পরের বছরই সেরা মারাঠা ফিচার ছবি হিসেবে সেটিকে বেছে নেওয়া হলে জাতীয় পুরস্কার ওঠে তাঁর হাতে। বর্তমানে ‘দরবাদর’ ছবি তৈরিতে মন দিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে ২০২২ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু করোনা আবহেই তাঁর শারীরিক অসুস্থতা ভাবাচ্ছে সিনেপ্রেমীদের। সুশান্ত সিং রাজপুত, ইরফান খান, ঋষি কাপুরদের একের পর এক হারিয়েছেন সিনেপ্রেমীরা। এবার তাঁর অবস্থা সংকটজনক শুনে উদ্বিগ্ন সকলেই। বলিউডের কলাকুশলী এবং অনুরাগীরা নিশিকান্তের দ্রুত আরোগ্য কামনা করছেন।

[আরও পড়ুন: CAA’র বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ছিল তাঁর কবিতা, প্রয়াত করোনায় আক্রান্ত কবি রাহাত ইন্দোরি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement