Advertisement
Advertisement

Breaking News

Kaushik Ganguly on Sreela Majumder

‘ভালো চরিত্র খুঁজতেন’, প্রয়াত শ্রীলার স্মৃতিচারণায় শেষ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী।

Director Kaushik Ganguly mourns Sreela Majumder's death | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 27, 2024 7:16 pm
  • Updated:January 27, 2024 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের বেলায় আচমকাই দুঃসংবাদ। প্রয়াত শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছ থেকে খবর শুনে স্থম্ভিত কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। তাঁর পরিচালিত ‘পালান’ সিনেমাতেই শেষবার অভিনয় করেছিলেন অভিনেত্রী।

Kaushik-Sreela

Advertisement

“বিশেষ কিছু বলার নেই। কী বলব? অপ্রস্তুত মৃত্যু। ‘পালান’-এ কাজ করার সময়ই বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে ওনার। শটের জন্য সময় দিতাম। কিন্তু কখনও জিজ্ঞেস করে উঠতে পারিনি কী হয়েছে। কিছুদিন আগে ঋতুপর্ণার বাড়িতেও দেখা হয়েছিল। কোথাও যাবেন বলে মেকআপ করছিলেন। ভালো চরিত্র খুঁজতেন সবসময়। আমার সত্যিই কিছু বলার নেই”, বললেন কৌশিক।

[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা ইয়ামি গৌতম! ওড়না দিয়ে বেবিবাম্প ঢাকার চেষ্টা নায়িকার? ভাইরাল ভিডিও]

অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ‘শঙ্কর মুদি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। কৌশিকের চরিত্রের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলা মজুমদার। সেই কথাও স্মরণ করলেন অভিনেতা-পরিচালক। মৃণাল সেনের হাত ধরেই সিনেমা জগতে শ্রীলা মজুমদারের পথ চলা শুরু হয়েছিল। মৃণাল সেনকে শ্রদ্ধা জানিয়ে তৈরি ‘পালান’ তাঁর শেষ সিনেমা। একটা বৃত্ত সম্পূর্ণ হল? ‘হ্যাঁ, তা তো হল’, বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

Sreela-1

তিন বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শ্রীলা মজুমদার। শনিবার দুপুরে সেই লড়াই থেমে গেল। ফোনে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করেন তাঁর স্বামী। অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।

[আরও পড়ুন: ববি দেওলকে সামনে পেয়েই জাপটে ধরে চুমু মহিলার! অভিনেতার বার্থডে পার্টি মাটি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement