Advertisement
Advertisement
Haranath Chakraborty

টিকা নিয়েও করোনা আক্রান্ত পরিচালক হরনাথ চক্রবর্তী, ভরতি হাসপাতালে

কেমন আছেন টলিপাড়ার পরিচালক?

Director Haranath Chakraborty tested COVID-19 positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 11, 2021 7:27 pm
  • Updated:May 11, 2021 7:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Corona Virus) দ্বিতীয় ঢেউয়ে একের পর এক টলি তারকার আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার কোভিড (COVID-19) পজিটিভ পরিচালক হরনাথ চক্রবর্তী  (Haranath Chakraborty)। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। শোনা গিয়েছে, করোনা টিকার (Corona Vaccine) দু’টি ডোজই নিয়েছিলেন পরিচালক। তারপরও আক্রান্ত হয়েছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর। তাঁর জ্বর থাকলেও, আপাতত শ্বাসকষ্ট নেই।

পরিচালক অঞ্জন চৌধুরীর সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন হরনাথ চক্রবর্তী। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ‘মঙ্গলদীপ’ ছবিতে। তারপর একে একে ‘নবাব’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘বিদ্রোহ’, ‘নবাব নন্দিনী’, ‘বাজিমাত’-এর মতো সিনেমা তৈরি করেছিলেন। ২০০২ সালে রেকর্ড ব্যবসা করেছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’। এই সিনেমার মাধ্যমেই টলিউডে পরিচিতি পেয়েছিলেন অভিনেতা জিৎ (Jeet)।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে ধাক্কা মেরে ছেলেকে কেড়ে নিয়েছিল অভিনব’, সিসিটিভি ফুটেজ দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শ্বেতা তিওয়ারির]

কোভিড পরিস্থিতির এই দ্বিতীয় পর্বে স্টুডিওপাড়ার অনেক তারকাই করোনা আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার জ্বর-সর্দি নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় (Sandhya Roy)। শনিবার তাঁকে বাড়িও পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর ফের উডল্যান্ড হাসপাতালে ভরতি করতে হয় তাঁকে। অভিনেত্রীর অক্সিজেন লেভেল এখনও কম বলেই জানা গিয়েছে। সামান্য কিডনির সমস্যাও রয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রসূন মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। 

চলতি বছরে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন টলিউড তারকা জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দু’জনেই এখন করোনামুক্ত। বোলপুর থেকে ‘কবাডি কবাডি’র শুটিং সেরে ফিরে করোনা আক্রান্ত কৌশিক গঙ্গোপাধ্যায়। আইসোলেশনে রয়েছেন তিনি। কৌশিকের ছেলে উজানও কোভিড পজিটিভ হয়েছিলেন। তবে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ। আক্রান্ত হয়েছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়ও। করোনাকে হার মানিয়েছেন টেলিভিশন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও শ্রুতি দাসও। এমন পরিস্থিতিতে সোমবার থেকেই ফেডারেশনের উদ্যোগে টলিপাড়ার কলাকুশলীদের করোনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। চাইলে অভিনেতা-অভিনেত্রীরাও বিনামূল্যে পরীক্ষা করানোর জন্য ফেডারেশনে আবেদন জানাতে পারেন বলে জানিয়েছেন সভাপতি স্বরূপ বিশ্বাস।

[আরও পড়ুন: বিয়ের ৩ বছর পূর্ণ, ভালবাসার কথা জানিয়েও সেলিব্রেশনে আপত্তি রাজ-শুভশ্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement