সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক বদল। মুখ্য অভিনেতা বদল। এবার সিনেমার পোস্টারে স্রষ্টা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকায় বিতর্ক! বড়পর্দায় আসার আগেই একাধিকবার নানা কারণে চর্চার শিরোনামে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। সিনেমার দ্বিতীয় পোস্টার প্রকাশ্যে আসতেই তোলপাড় টলিপাড়া। ‘রাপ্পা রায়’ স্রষ্টার নাম নেই সেখানে। সোশাল মিডিয়ায় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী পোস্টের পরই সরব হন চিত্রনাট্যকার সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ রায়-সহ আরও অনেকে। সেপ্রসঙ্গেই এবার সংবাদ প্রতিদিন ডট ইন-এর কাছে মুখ খুললেন ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ পরিচালক-প্রযোজক ধীমান বর্মন।
ফেসবুকে সুযোগ লিখেছিলেন, ‘এটা বোধহয় সেই গল্পটা, যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই, আসলে পোস্টারে নাম নেই বুঝতে পারছি না ঠিক। যাই হোক, ছবির সঙ্গে যুক্ত সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা।’ সেই পোস্টের পরই ক্ষোভে ফেটে পড়েন চিত্রনাট্যকার, লেখিকা সম্রাজ্ঞী। তাঁর কথায়, “সুযোগ বন্দ্যোপাধ্যায়ের লেখা। রাইটস নিয়ে ছবি বানানোর পর পোস্টারে নাম নেই। সত্যিই জানতে ইচ্ছে করে। লেখকের নাম দিলে কার কী সমস্যা হয়? এখনও অবধি বাংলায় তো “মিশন ইম্পসিবল” বানানো হয় না, তাহলে যখন গল্পের একটা প্রয়োজনীয়তা থাকে, সেটাই যখন অনেকখানি জুড়ে থাকে তখন লেখকের নাম দিতে এত ইনসিকিওরিটি কেন? এই উত্তরটা আমি আমৃত্যু খুঁজেই যাব। আমার ক্ষেত্রে একদম বিপরীত আচরণও বহু প্রযোজক এবং পরিচালক করেছেন, অর্থাৎ নাম দিয়েছেন সম্মান দিয়েছেন। আবার কেউ কেউ করেওনি। কিন্তু প্রশ্ন তো করে যেতেই হবে।” সেপ্রসঙ্গে টেনে সুযোগ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু আমি কেন, প্রত্যেক শিল্পীকেই তাঁর প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। আমার সঙ্গে টিমের তরফে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।” এরপরই সংবাদ প্রতিদিন ডট ইন-এর তরফে ধীমান বর্মনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে স্বীকার করে নেন।
‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এর পরিচালক বিদেশ থেকেই ফোনে জানান, “সুযোগ বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকেই আসলে বিতর্কের সূত্রপাত। তবে এটা অনিচ্ছাকৃত ভুল। টাকা দিয়ে স্বত্ত্ব কিনে ইচ্ছাকৃতভাবে স্রষ্টার নাম পোস্টারে রাখব না, এমন মানুষ আমি নই। আসলে আমি বর্তমানে কলকাতা বাইরে। বিদেশে রয়েছি। তাই পোস্টার ডিজাইন, পিআর টিম আর প্রোডাকশন টিমের সঙ্গে অনবরত যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না। আর এটা সিনেমার দ্বিতীয় পোস্টার। প্রথম পোস্টারে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। আগামী পোস্টারগুলিতেও থাকবে।” এরপরই পরিচালকের সংযোজন, “এই সিনেমাটির সঙ্গে আরও অনেক শিল্পী যুক্ত। সব পোস্টারে সকলের নাম দেওয়া সম্ভব নয়। আমরা ধীরে ধীরে সব তথ্য প্রকাশ করি। আমার কাজের স্ট্র্যাটেজি এরকমই। বিতর্কের আবহেই আমার টিমের তরফে সুযোগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোশাল মিডিয়ায় শেয়ার করা পোস্টারেও সংশোধনী করে দেওয়া হয়েছে। তাই অযথা বিতর্ক না বাড়ানোই ভালো।” এদিকে কানাঘুষো শোনা গেল, দিন কয়েক আগেই পরিচালক ধীমানের আবদারে ‘রাপ্পা রায়’ সিনেমার জন্য নতুন পোস্টার তৈরি করা শুরু করেছেন সুযোগ বন্দ্যোপাধ্যায়। সেটাই কি তৃতীয় পোস্টার হিসেবে প্রকাশ্যে আসবে? নজর থাকবে সেদিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.