Advertisement
Advertisement

Breaking News

Debkumar Basu Death

প্রয়াত পরিচালক দেবকুমার বসু, ফের দুঃসংবাদ বাংলা সিনেজগতে

দেবকুমার বসুর হাতেই তৈরি হয়েছিল জনপ্রিয় সিরিয়াল 'বিবাহ অভিযান'।

Director Debkumar Basu's demise
Published by: Sandipta Bhanja
  • Posted:October 18, 2024 1:19 pm
  • Updated:October 18, 2024 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক দুঃসংবাদ টালিগঞ্জ স্টুডিওপাড়ায়। বৃহস্পতিবার সন্ধেয় পরলোকের উদ্দেশে রওনা হন অভিনেতা তথা সংবাদ পাঠক দেবরাজ রায়। সেই শোকের রেশের মাঝেই শুক্রবার সকালে আরও এক দুঃসংবাদ আছড়ে পড়ল টলিপাড়ায়। প্রয়াত পরিচালক দেবকুমার বসু। বাংলা সিনেজগৎ তো বটেই, মণিপুরী সিনেদুনিয়ার কাছে তিনি ‘মায়েস্ত্র’।

দেবকুমার বসুর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দেবকুমারবাবু। যার জেরে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন মুদিয়ালির বাসভবনে তাঁর মরদেহ নিয়ে আসা হবে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। নির্বাক সিনেযুগের জনপ্রিয় পরিচালক দেবকী বসুর ছেলে দেবকুমার বসু। যাঁর হাতে তৈরি হয়েছিল ‘বিদ্যাপতি’, ‘সীতা’, ‘সাগরসঙ্গম’-এর মতো সিনেমা তৈরি করেছিলেন দেবকী বসু। ছেলে দেবকুমারও বাবার পথেই হাঁটেন পরবর্তীতে। যিনি শঙ্কর চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়দের মতো অভিনেতাদের পরিচয় করিয়েছিলেন দর্শকদের অন্দরমহলে। বাবা দেবকী বসুর সঙ্গে যেন কাজের সংঘাত না হয়, সেইজন্য মণিপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দেবকুমার বসু।

Advertisement

দেবকুমার বসুর হাতেই তৈরি হয়েছিল জনপ্রিয় সিরিয়াল ‘বিবাহ অভিযান’। এদিন পরিচালকের প্রয়াণের খবরে শোকস্তব্ধ শঙ্কর চক্রবর্তী। জানালেন, তাঁর হাত ধরেই শিখেছিলেন, অভিনয় অভ্যাস করলে তা ভালো হতে বাধ্য। ‘বিবাহ অভিযান’ ধারাবাহিকে কাজ করার সময় তাঁরা যেন একটা পরিবারের মতোই হয়ে গিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement