Advertisement
Advertisement

Breaking News

ShahRukh Khan Atlee Bollywood

শাহরুখের পর এবার অ্যাটলির ছবিতে আমির-সলমন! কপাল খুলবে দুই খানের?

ফের চমক দিতে তৈরি অ্যাটলি।

Atlee to collaborate with Salman Khan, Ranveer Singh and Aamir Khan for his next film report| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 11, 2023 3:33 pm
  • Updated:September 11, 2023 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড জুড়ে এখন শুধুই অ্যাটলি বন্দনা। আর হবে নাই বা কেন, প্রথম প্য়ান ইন্ডিয়া ছবি জওয়ান, যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে, তার ফলে অ্য়াটলি এখন বলিউড প্রযোজকদের প্রথম পছন্দ। শোনা যাচ্ছে, যশরাজ থেকে শুরু করে করণ জোহর সবাই অ্য়াটলিকে নিয়ে ছবি করার জন্য ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। অন্যদিকে, ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্য়েই অ্যাটলি নাকি পরের ছবি প্ল্য়ান করে ফেলেছেন। শোনা যাচ্ছে এই ছবিতে বড় চমক দিতে চলেছেন অ্যাটলি।

সম্প্রতি এক সংবাদ মাধ্য়মে অ্য়াটলি জানান, ”জওয়ান হিট করার নেপথ্য়ে শুধু আমি নই, রয়েছে পুরো টিম। বিশেষ করে শাহরুখ স্যারকে ধন্য়বাদ। আমাকে বিশ্বাস করার জন্য। এতদিন দক্ষিণ ভারতে আমি সফল ছিলাম। এবার শাহরুখের হাত ধরে গোটা ভারতে আমি পরিচিত হলাম।”

Advertisement

অ্যাটলি আরও জানান, ”আমি আরও কয়েকটা ছবি করব বলিউডে। ইচ্ছে রয়েছে আমার পরের ছবিতে আমির খান, সলমন খান ও রণবীর সিংকে নিয়ে কাজ কাস্ট করার। এমনকী, হৃতিকের সঙ্গেও ছবি করতে চাই। কিছু প্ল্যানিং রয়েছে। দেখা যাক কী হয়। ”

[আরও পড়ুন: ৪ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘জওয়ান’, বক্স অফিসে সব রেকর্ড ভেঙে খানখান শাহরুখের!]

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লাইম লাইটে ‘জওয়ান’ (Jawan)। দেশজুড়ে তো বটেই, এমনকী বিদেশেও শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা দেখতে দলে দলে হল ভরাচ্ছেন ভক্তরা। বিজয়রথ ছুটছেই। ইতিমধ্যেই হিন্দি সিনেমার জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই ছবির। নিজের রেকর্ড নিজেই খানখান করে নতুন মাইলফলক খাঁড়া করছেন শাহরুখ। এবার সর্বোচ্চ সিঙ্গল ডে আয়ের খেতাবও জিতে নিল ‘জওয়ান’।

স্বাভাবিকভাবেই সপ্তাহান্তের ব্যবসার দিকে নজর থাকে। বক্সঅফিস রিপোর্ট বলছে, শুধু রবিবারই ‘জওয়ান’ যা আয় করেছে, সেই বিপুল অঙ্কের ব্যবসা আজ পর্যন্ত কোনও হিন্দি সিনেমা একদিনে দিতে পারেনি। রবিবার শুধুমাত্র ভারতেই ৮১ কোটি টাকা আয় করে ফেলেছেন শাহরুখ। আর আন্তর্জাতিক স্তরে তো আরও ধুন্ধুমার ব্যবসা। তার আগে জানুয়ারি মাসে ‘পাঠান’-এর একদিনের আয়ও রেকর্ড গড়েছিল। ৬৮ কোটি টাকার ব্যবসা করে বাদশার কামব্যাক ছবি। তবে এবার ‘পাঠান’-এর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল ‘জওয়ান’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর টুইট অনুযায়ী, রবিবার হিন্দি বেল্টে এই ছবির আয় ৬৮.৭২ কোটি টাকা। অন্যদিকে বাকি সমস্ত ভাষায় তাক লাগানো ব্যবসা ১৪৪.২২ কোটি টাকা।

 

[আরও পড়ুন: ‘সংসদ ভবনে শাহরুখের জওয়ান দেখানোর সাহস আছে?’, মোদি সরকারকে চ্যালেঞ্জ কংগ্রেস নেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement