Advertisement
Advertisement

Breaking News

Atanu Ghosh

অতনু ঘোষের নতুন ছবিতে ‘ভবঘুরে’র চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায়, লন্ডনে শুরু শুটিং

এই ছবিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন।

Director Atanu Ghosh New movie will shoot in London | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 6, 2022 9:16 am
  • Updated:May 6, 2022 9:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক হিসেবে ১০ নম্বর ছবি তৈরি করতে চলেছেন অতনু ঘোষ। যে পরিচালক সিনেমার পর্দায় বরাবরই একেবারেই অন্যরকম গল্প বলতে অভ্যস্ত, ১০ নম্বর ছবিতেও তাঁর ব্যতিক্রম নয়। আর এবার অতনু ঘোষের ছবিতে নতুন অনেক কিছু। যেমন, অতনুর এই ১০ নম্বর ছবির প্রেক্ষাপট এবার সুদূর লন্ডন। শুধু তাই নয়, অতনুর এই ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিন। এখানেও শেষ নয়। প্রথমবার অতনু ঘোষের ছবিতে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এতদিনের অভ্যাস বদলে, প্রযোজনা সংস্থাও বদলে ফেললেন অতনু। ছবির নাম ‘আরও এক পৃথিবী।’

অতনুর অন্যান্য ছবি থেকে এই ছবি অনেক দিক থেকেই আলাদা। এমনকী, গল্প বলার কায়দাও এই ছবিতে বদলে ফেলবেন অতনু। অতনুর এই ছবি মূলত চারজনের গল্প বলবে। যে চারজন মানুষের মাথার উপর নিজস্ব ও বিশ্বস্ত ছাদ নেই। সেই ছাদ খোঁজার গল্পই বলবে অতনুর এই ছবি। এই চার চরিত্রর আলাদা আলাদা চার গল্পই এক সুতোয় বাঁধবেন পরিচালক অতনু।

Advertisement

[আরও পড়ুন: ‘গোপনে মদ ছাড়ান’ ছবি নিয়ে বিপাকে তথাগত! ভুল তথ্য দেওয়ার অভিযোগে কাঠগড়ায় পরিচালক]

অতনু জানিয়েছেন, কয়েকদিন আগে ফোর ফিট আন্ডার নামে একটা বই পড়েছিলাম। সেখান থেকেই ভাবনাটা। অতনুর কথায়, এই ছবিতে লন্ডন একেবারে অন্যভাবে ধরা পড়বে। এতদিন সিনেপর্দায় যেভাবে লন্ডন দেখানো হয়েছে, এই ছবিতে তা একেবারে দেখানো হবে না।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্র নিয়ে বলতে গিয়ে অতনু জানিয়েছেন, ‘অনেকদিন থেকেই কৌশিক আর আমি একসঙ্গে কাজ করার কথা ভাবছিলাম। কিন্তু কৌশিককে আমি স্পষ্ট জানিয়ে ছিলাম স্ট্রং চরিত্র তৈরি করতে পারলে তবেই তোমাকে নেব।’

কৌশিক, সারিন ছাড়াও অতনুর এই ছবিতে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু। এই ছবির পুরো শুটিংই হবে লন্ডনে। এসকে মুভিজের ব্যানারেই তৈরি হচ্ছে অতনুর ১০ নম্বর ছবি ‘আরও এক পৃথিবী।’

[আরও পড়ুন: অগ্নিগর্ভ উত্তর-পূর্ব ভারতের গল্প এবার বড়পর্দায়, আয়ুষ্মানের ‘অনেকে’র ট্রেলারে চমক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement