Advertisement
Advertisement

Breaking News

Shibpur

বিতর্ক অতীত, ‘শিবপুর’ ছবি প্রিক্যুয়েল ঘোষণা করলেন পরিচালক

এই ছবিতে ফের কি দেখা যাবে স্বস্তিকাকে?

Director Arindam Bhattacharya planning for Shibpur prequel| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 21, 2023 10:39 am
  • Updated:July 21, 2023 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক অরিন্দম ভট্টাচার্যর ‘শিবপুর’ ছবি নানা বিতর্কের মুখে পড়েছিল। প্রযোজকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তা নিয়েই ঝড় উঠেছিল টলিউডে। শেষমেশ নানা বিতর্ক সরিয়ে মুক্তি পায় এই ছবি। ‘শিবপুর’ ছবিতে প্রশংসিত হয় স্বস্তিকার অভিনয়ও। তবে এত সবের মাঝে বিতর্ককে একেবারেই ভুলে যেতে চান পরিচালক অরিন্দম। আর তাই তো বিতর্কে ইতি টেনে এই ছবির প্রিক্যুয়েল ঘোষণা করলেন তিনি।

Advertisement

পরিচালক অরিন্দম ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আসলে এই গল্প নিয়ে প্রথমে ওয়েব সিরিজ করার কথা ছিল। তারপর ছবির প্ল্য়ান হয়। প্রিক্যুয়েলের গল্প একেবারে তৈরিই রয়েছে। পরিচালকের কথায়, প্রিক্য়ুয়েলে উঠে আসবে শিবপুরে সত্তর দশকের গল্প। শিবপুর’ ছবিতে খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্কর এবং রজতাভ দত্তদের দাপুটে অভিনয় দেখেছন দর্শক। এই চরিত্রগুলোর উত্থানকে নিয়েই তৈরি হবে নতুন ছবি।

[আরও পড়ুন: ‘রাগে গা জ্বলছে! দৃষ্টান্তমূলক শাস্তি হোক, মণিপুর গণধর্ষণকাণ্ডে ফুঁসছেন অক্ষয়-উর্মিলা-রিচারা]

প্রসঙ্গত, টিজার-ট্রেলার রিলিজের আগেই বিতর্কে জড়িয়েছিল ‘শিবপুর’ (Shibpur)। সংবাদমাধ্যমে মেল পাঠিয়ে স্বস্তিকার অভিযোগ করেন, ছবির অন্যতম প্রযোজক সন্দীপ সরকার ও তাঁর সহযোগী রভীশ শর্মা তাঁকে এবং তাঁর ম্যানেজারকে অত্যন্ত কুরুচিকর ভাষায় মেল করেছেন। তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। এমনই কয়েকটি মেলের স্ক্রিনশটও দেওয়া হয়েছিল। পুলিশ ও ইম্পার কাছেও বিষয়টি জানিয়েছিলেন স্বস্তিকা।

এই ঘটনার পরই সাংবাদিক বৈঠক করে ছবির আরেক প্রযোজক অজন্তা সিং রায় দাবি করেন, সব গণ্ডগোলের শুরু ছবির পরিচালক অরিন্দম ভট্টাচার্যর হাত ধরেই। স্বস্তিকার সঙ্গে পরিচালক অরিন্দম তাঁদের যোগাযোগ করতে দেননি। শুধু তাই নয়, বিগত এক বছর ধরে তাঁর থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়েছেন। এমনকী, প্রযোজনা সংস্থা বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। আর তাই তিনি চারু মার্কেট থানায় অরিন্দমের নামে অভিযোগ দায়ের করেছেন। অজন্তা এও জানান, ‘শিবপুর’ ছবি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন সন্দীপ। যদিও তিনি নিজে ইমেলগুলো পাঠাননি। পাঠিয়েছিলেন রভীশ শর্মা নামের ব্যক্তি। তবে সন্দীপ সিনেমার স্বার্থে নাম সরিয়ে নেন।

[আরও পড়ুন: ‘আলিয়ার ক্ষেত্রে নেপোটিজম শব্দটা খাটে না, খুব ট্যালেন্টেড’, প্রশংসায় পঞ্চমুখ চূর্ণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement