সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনীক দত্তর ‘অপরাজিত’ ছবির পিছুই ছাড়ছে না বিতর্ক। ছবি মুক্তির কয়েকদিন আগে থেকেই নানা সময় বিতর্কের মুখে পড়েছে এই ছবি। কখনও লোগো বিতর্ক তো কখনও নন্দনে শো পাওয়া নিয়ে বিতর্ক। আর এবার বক্স অফিসে ৭৫ দিন কাটিয়ে নতুন বিতর্কের মুখে পড়ল ‘অপরাজিত’। ছবির ৭৫ দিন পূর্তির সেলিব্রেশন নিয়ে প্রযোজকের সঙ্গে অনীকের মতবিরোধ স্পষ্ট হল সোশ্যাল মিডিয়ায়।
বক্স অফিসে ৭৫ দিন পূর্ণ করায় সম্প্রতি ছবির প্রযোজক ফিরদাসৌল হাসান একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। কলকাতার ‘আর্ট একর মিউজিয়াম অ্যান্ড ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রিয়েটিভে’ আয়োজন হয়েছিল স্পেশাল স্ক্রিনিংয়ের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কলাকুশলী। উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভপ্রসন্নও।
তবে এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি পরিচালক অনীক (Anik Dutta)। তবে ফেসবুকে পরিচালক অনীক লিখলেন, ”আমি অপরাজিত টিমের একজনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দেখতে পেলাম অপরাজিত ছবির ৭৫ তম দিনের সেলিব্রেশন হল। এতে আমার কোনও আপত্তি নেই তবে আমি এর সঙ্গে কোনওভাবে জড়িত নই। পাশাপাশি আমার ঘোরতর আপত্তি রয়েছে সেই মানুষটির সঙ্গে কোনওরকম অ্যাসোসিয়েশনের, যাঁকে ওখানে সম্মানিত করা হয়েছে।”
এই পোস্টে কারও নাম উল্লেখ করেননি অনীক। তবে স্পষ্টই বোঝা যাচ্ছে অনীক কটাক্ষ করেছেন শুভপ্রসন্নকে।
এই বিষয় নিয়ে জানতে অনীক দত্তর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে প্রযোজক ফিরদাসৌল হাসানকে যোগাযোগ করা হলে তিনি বলে, ”দেখুন এটা পুরোপুরিই অনীক দত্তর ব্যক্তিগত মতামত। এই নিয়ে আমার কিছু বলার নেই। অনুষ্ঠানে কেউ যাবেন কিনা তা একেবারেই তার ওপর। এই নিয়ে আমার কিছুই বলার নেই। তবে আমাদের প্রযোজক সংস্থার আগের সব ছবিই, এই আর্ট একরে দেখানো হয়। তাই এবারও সেই নিয়ম মানা হল। এর থেকে বেশি কিছু আর বলার নেই। এর আগে তো অনীকের ‘মেঘনাদবধ রহস্য’ও দেখানো হয়েছিল। তখন অনীক হাজির ছিলেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.