Advertisement
Advertisement
Anik Dutta

‘বেঁচে আছি…’, হাসপাতাল থেকে ছুটি পেয়েই পোস্ট অনীক দত্তর, কবে ফিরবেন কাজে?

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি ছিলেন অনীক।

Anik Dutta Health Update| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 17, 2023 11:08 am
  • Updated:January 17, 2023 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন অনেকটাই সুস্থ পরিচালক অনীক দত্ত। প্রায় ৭ দিন হাসপাতালে কাটিয়ে সোমবার বাড়ি ফিরলেন তিনি। মঙ্গলবার সকাল সকালই ফেসবুক পোস্টে অনীক জানিয়ে দিলেন তিনি সুস্থ রয়েছেন। ফেসবুকে অনীক লিখলেন, ‘বেঁচে আছি…।’ সঙ্গে একটা নিজের সাদাকালো ছবিও পোস্ট করেছেন তিনি।

১০ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভরতি হয়েছিলেন অনীক। পরিচালককে রাখা হয়েছিল আইটিইউতে। বহুদিন ধরেই অনীক সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে ভরতি হওয়ার পর পরিবার সূত্রে জানা গিয়েছিল, দিন কয়েক আগেই রুটিন চেকআপ করাতে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তবে গত সোমবার অর্থাৎ ৯ জানুয়ারি রাতে হঠাৎই অসুস্থবোধ করেন অনীক। তারপরই তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।

Advertisement

[আরও পড়ুন: বাংলাদেশে জঙ্গি হামলার কাহিনি বলবে ‘ফারাজ’, ট্রেলারে নজর কাড়লেন শশী কাপুরের নাতি]

অনীক ঘনিষ্ঠরা জানিয়েছেন, রবিবার এক ফিল্মের অনুষ্ঠানে গিয়েছিলেন অনীক দত্ত। সেখানে মঞ্চে উঠতে, নামতে কষ্ট হচ্ছিল তাঁর। নজর পড়েছিল সবারই। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যা হচ্ছিল তাঁর। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে ফিরে এখন অনেকটাই সুস্থ রয়েছেন অনীক।

[আরও পড়ুন: এবার দিল্লি হাই কোর্টের নজরে ‘পাঠান’, OTT-তে মুক্তির ক্ষেত্রে বেঁধে দেওয়া হল নয়া গাইডলাইন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement