Advertisement
Advertisement

Breaking News

Dolon Roy

অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেত্রী দোলন রায়, কেমন আছেন? জানালেন স্বামী দীপঙ্কর দে

শুক্রবার সিরিয়ালের শুটিং থেকে ফিরে অসুস্থ হন অভিনেত্রী।

Dipankar Dey spokes about Dolon Roys health | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 4, 2022 6:03 pm
  • Updated:June 4, 2022 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সিরিয়ালের শুটিং সেরে ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। শুক্রবার রাতে নিজেই অসুস্থতার খবর শেয়ার করেন ফেসবুকে। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি পোস্ট করে ক্যাপশনে দোলন লেখেন, ‘টুম্পা অটোওয়ালির আউটডোর শুটিং থেকে ফিরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছি।’

এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কের তরফ থেকে দোলন রায়ের স্বামী অভিনেতা দীপঙ্কর দে-কে ফোন করা হলে তিনি জানান, ‘দোলন আগের থেকে ভাল আছে। তবে কয়েকটা টেস্ট হবে। যেহেতু একটু শ্বাসকষ্ট হয়েছিল। তাই ইকো কার্ডিওগ্রাম করা হবে। সব রিপোর্ট ঠিকঠাক থাকলে, আগামীকাল অর্থাৎ রবিবার সন্ধে নাগাদ দোলনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

[আরও পড়ুন: কলকাতার ফুটপাতে ডিম,পাউরুটির দোকান চালাচ্ছেন অভিনেত্রী সীমা বিশ্বাস!]

নয়ের দশকে সিনেমার জগতে নিজের সফর শুরু করেছিলেন দোলন রায়। অভিনয়ের মাধ্যমেই দর্শকদের মন জয় করে নেন অভিনেত্রী। সিনেমার পাশাপাশি সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করেছেন। সম্প্রতি ‘টুম্পা অটোওয়ালি’র টিমের সঙ্গে যুক্ত হন। সেই সিরিয়ালের শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। দোলন রায়ের পোস্ট দেখার পর থেকেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অনেকেই কমেন্ট বক্সে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দোলন রায়ের ফেসবুক পোস্ট।

উল্লেখ্য, গত ৩১ মে নজরুল মঞ্চে পারফর্ম করতে এসেছিলেন সংগীতশিল্পী কেকে। অনুষ্ঠান সেরে শহরের পাঁচতারা হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রখ্যাত শিল্পীর এই আকস্মিত মৃত্যুতে শোকাহত শিল্পীমহল। শোকপ্রকাশ করেছিলেন দোলন রায়ও। সেই ঘটনার কিছুদিন কাটতে না কাটতে অভিনেত্রী নিজেই অসুস্থ হয়ে পড়েন। আপাতত দোলন রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।

[আরও পড়ুন: ফের উদ্ভট ফ্যাশন উরফি জাভেদের, এবার চটের বস্তা গায়ে জড়িয়ে এলেন ক্যামেরার সামনে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement