Advertisement
Advertisement
Dilwale Dulhania Le Jayenge

‘পাঠান’ ঝড়ের মাঝেই পর্দায় ফিরছে রাজ-সিমরন জুটি, প্রেম দিবস উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে DDLJ

শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবি।

'Dilwale Dulhania Le Jayenge' to have a pan India release on Valentine's Day| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 9, 2023 8:36 pm
  • Updated:February 9, 2023 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই প্রেমের দিবস। মানে ভ্য়ালেন্টাইনস ডে। এই দিনটাকে আরও বেশি প্রেমে ভরিয়ে তুলতে ফের সিনেপর্দায় হাজির হচ্ছেন রাজ-সিমরন। হ্য়াঁ, বলিউডের সেই বিখ্যাত প্রেম, যা দেখে এখনও প্রেমিকদের মনে প্রেম প্রেম জ্বর। কথা হচ্ছে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির। একদিকে যখন শাহরুখের ‘পাঠান’ ছবি ঝড় তুলছে বক্স অফিসে, ঠিক তখনই ফের মুক্তি পাচ্ছে শাহরুখ-কাজল জুটির এই ছবির। যশরাজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম দিবসকে মাথায় রেখেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’কে ফের রিলিজ করানো হচ্ছে। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি। চলবে মাত্র এক সপ্তাহের জন্য। 

‘যা সিমরন যা… তু জিলে আপনি জিন্দেগি’ কিংবা ‘পলট, পলট, পলট!’ সরষে ক্ষেতের মধ্য়ে হঠাৎ করে ভালবাসার হাওয়া। রাজের ম্যান্ডোলিনের সুরে সিমরণকে কাছে ডাকার পালা। মা-বাবার দেখা পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়া প্রেমিকাকে সোজা শ্বশুর বাড়ি থেকে নিজের করে নেওয়ার নামই তো প্রেম! যে লড়াইয়ে, শেষমেশ ভালবাসার জয়। আর ফলাফল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। বাবার কথায় সিমরন ছুটল চলন্ত ট্রেনের পিছনে। নায়ক রাজ হাত বাড়িয়ে ট্রেনে তুলে নিল নায়িকাকে। মধুরেণ সমাপয়েৎ। ছবি সুপারহিট। ইউরো সফর, দারুণ বন্ধুত্ব ও নির্ভেজাল প্রেম। সব মিলিয়ে বলিউড পরিচালক যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার প্রথম ছবি যে হিন্দি সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় লিখবে, সেটা তখন কে জানত।

Advertisement

[আরও পড়ুন: অসুস্থ প্রভাস, সেই কারণেই কি পিছিয়ে গেল কৃতীর সঙ্গে বাগদান?]

১৯৯৫ সালের দিওয়ালিতে মুক্তি পেলেও, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র (Dilwale Dulhania Le Jayenge) উজ্জ্বল উপস্থিতি আজও সমান। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরনের প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই। প্রেমের গান মানেই সেই ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’। শাহরুখ-কাজলের ম্যাজিক, সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের প্রেমের সুর। সব মিলিয়ে ‘ডিডিএলজে’ মাইলস্টোন। এর আগে গত বছর শাহরুখের জন্মদিন অর্থাৎ ২ নভেম্বর মুক্তি পেয়েছিল এই ছবি। ফের রাজ-সিমরনের প্রেমে ভাসাতে যশরাজে এই উদ্যোগে বেশ খুশি শাহরুখ অনুরাগীরা।

[আরও পড়ুন: ‘বয়কট বিষয়টা বড়ই বিরক্তিকর!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement