সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউ, পুনে, কলকাতা, বেঙ্গালুরুর, ইন্দোর, চণ্ডীগড়ের পর এবার মুম্বইয়ে কনসার্টের পালা দিলজিৎ দোসাঞ্ঝের। দিলজিতের শো মানেই বিতর্ক। মুম্বইয়ের শোও সেই বিতর্ক থেকে দূরে থাকল না। আর প্রতিবারের মতো বিতর্কের সূত্রপাত ঘটালেন দিলজিৎ নিজেই।
কাণ্ডটা হল, ১৯ নভেম্বর মুম্বইয়ে হয়ে গেল দিলজতের কনসার্ট। অন্যান্য জায়গার মতো মুম্বইতেও এই শোয়ের জন্য কিছু কড়া বিধি নিষেধ দিয়েছিল প্রশাসন। যার মধ্যে রয়েছে মাদক বিক্রি, মদ্যপান। এমনকী, কনসার্টের আওয়াজের নিয়মও বেঁধে দিয়েছিল প্রশাসন। আর সেই বিধি নিষেধকে কড়া চোখ দেখিয়ে, মঞ্চ থেকেই দিলজিৎ জানালেন, ”আমি একটা জিনিসই শিখেছি। নিজের কাজটা করে যাও। দুনিয়া যদি বিষ দেয়, সেটা চেখে দেখলেও, অন্তরে আসতে দিও না। জীবনে প্রচুর ঝড় আসবে, কিন্তু নিজের অন্তরে সেই ঝড়ের প্রভাব ফেলতে দিও না। তাহলেই বাজিমাত হবে। আর তাই গোটা মুম্বইয়ে বলতে চাই। বাধা নিষেধ আসুক। আমি দ্বিগুণ মজা দেব আপনাদের।”
View this post on Instagram
সদ্য কলকাতায় এসে তিলোত্তমার মন জিতেছিলেন পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্ঝ। শোয়ের আগে হাওড়ার ফুলের হাট, দক্ষিণেশ্বর, কফি হাউজে ঢুঁ মেরে বাঙালিয়ানায় ডুব দিয়েছিলেন গায়ক। তাঁর এই কলকাতা ভ্রমণের ভিডিও সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। কলকাতার মানুষও দিলজিতকে খালি হাতে ফিরে যেতে দেননি। রেকর্ড ভিড় হয়েছিল গায়কের কলকাতার শোয়ে। তবে শুধু কলকাতা নয়, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ইন্দোরেও দিলজিৎ অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। চণ্ডীগড়েও একই দৃশ্য। কিন্তু দিলজিৎ সবার দিল জিতলেও, তাঁকে ঘিরে এত উন্মাদনা হলেও, দিলজিতের মন জয় করতে পারল না এদেশ। আর সেই কারণেই ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের মঞ্চ থেকে দিলজিৎ সোজা বলে উঠলেন, আর কোনও দিন ভারতে কনসার্ট নয়! দিলজিতের এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।
তা হঠাৎ এমন কেন বললেন দিলজিৎ?
সোশাল মিডিয়ায় দিলজিতের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে তিনি বলেছেন, ”এদেশে লাইভ শো করার মতো পরিকাঠামো নেই। আসলে এর নেপথ্যে রয়েছে অর্থর অভাব। আমি বলব লাইভ শো করার সময় স্টেজটা একেবারে মাঝখানে করতে। তাহলে আরও বেশি মানুষ দেখতে ও শুনতে পাবে আমাকে। এটা যদি না হয়, তাহলে আমি আর কোনওদিন ভারতে শো করব না।”
প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘দিল-লুমিনাটি’ শো ঘিরে ঠিক যতটা উন্মাদনা ছিল, ততটাই বিতর্কের শিরোনামে থেকেছে! ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। যার জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিৎ নিজেও। মঞ্চে উঠেই পাঞ্জাবি পপস্টার জানিয়েছিলেন, “আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না। আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই দিলজিতের প্রশ্ন, এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে। যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছিস সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না। আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.