সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুক, কানাডা জয় করে এবার পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের নিজের দেশ, ভারত সফর। দিল্লি, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণের পর কলকাতাতেও আসবেন দিলজিৎ। শোয়ের নাম ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’। কিন্তু দিলজিতের এই ইন্ডিয়া ট্যুর শুরু করার আগেই টিকিট বিক্রি নিয়ে বিতর্ক শুরু।
বিতর্কের জল এতদূর গড়াল যে, গায়ককে আইনি নোটিস পাঠালেন দিল্লির এক মহিলা অনুরাগী। মহিলার অভিযোগ, তিনি টিকিট কেটেছিলেন। টাকাও কেটে নেওয়া হয়। কিন্তু, পরে সেই টাকা তার অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়েছে। এমনকী, বুক করা টিকিটও উধাও। তার পরে দেখানো হচ্ছে উঁচু দরের টিকিট। যার মূল্য ৫৪ হাজার টাকার, তার পর ১৯,৯৯৯ এবং ১২,৯৯৯ টাকার!
View this post on Instagram
সম্প্রতি এই বিষয় নিয়ে দিল্লি পুলিশও একটা ট্যুইট করেছেন। যেখানে ব্যবহার করা হয়েছে দিলজিতের গানের কথাও। পোস্টে লেখা, পয়সা পজ বারে সোচে দুনিয়া, অ্যালার্ট রহকার অনলাইন ফ্রড সে বচে দুনিয়া। এই পোস্টটির জন্য দিল্লি পুলিশকে কুর্নিশও জানিয়েছেন দিলজিৎ।
প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে হাজির ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎ নিয়ে পোস্ট করেন তিনি। তার পরেই কানাডার প্রধানমন্ত্রীকে তোপ দেগেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, কথার মারপ্যাঁচে ইচ্ছাকৃতভাবে খলিস্তানিদের ইন্ধন জোগাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলি তারকাকে নিয়ে পোস্ট করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.