সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে বলে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে সিঙ্গলদের অপমান করা হয়? দিল্লির শোয়ের পরই সঙ্গীবিহীন মানুষদের হাতে জলের বোতল ধরিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলজিতের কনসার্টের আয়োজকরা! এবার পুণের কনসার্টে যেন সেই বিতর্ক দূরে সরিয়ে ‘শাপমোচন’। পাঞ্জাবি পপস্টারের কনসার্টের মঞ্চেই প্রেমিক-প্রেমিকার ‘মধুর মিলন’। যে দেখে আবেগপ্রবণ দিলজিৎ নিজেও। আর সেই রোমান্টিক ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে।
দিলজিৎ দোসাঞ্ঝের পুণের কনসার্টেই জুড়লেন প্রেমিক-প্রেমিকা। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউয়ের পর ২৪ নভেম্বর, রবিবার ‘দিল-লুমিনাটি’ শো নিয়ে পুণেতে হাজির হয়েছিলেন গায়ক। সেই শোয়ের মঞ্চেই এক দারুণ মুহূর্ত তৈরি হল। এক প্রেমিক মঞ্চে উঠে সটান প্রেমিকাকে প্রস্তাব দিয়ে বসলেন। পাশেই দাঁড়িয়ে তাঁদের দুজনের প্রিয় শিল্পী। তাঁরা একে-অপরের সঙ্গে ১৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন। এবার সেই সম্পর্ককে পরিণতি দেওয়ার পালা। তাই ছাদনাতলায় যাওয়ার আগে প্রিয় শিল্পীর মঞ্চেই জীবনভর একসঙ্গে থাকার অঙ্গীকার নিলেন যুগলে। ভক্ত ‘রোমিও’র মুখে একথা শুনেই তাঁকে জড়িয়ে ধরলেন দিলজিৎ দোসাঞ্ঝ। শুভেচ্ছা জানালেন তাঁর প্রেমিকাকেও। খুশিতে ডগমগ গায়ক নিজেও। তবে এই শোয়েও কিন্তু বিতর্ক সঙ্গী হয়েছে।
View this post on Instagram
জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকারের আবগারি বিভাগের তরফে দিলজিতের কনসার্টে মদ পরিবেশনের ছাড়পত্র দেওয়া হয়নি। কমিশনার সি রাজপুত সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, “রাজ্য সরকারের আবগারি মন্ত্রক পুণের কনসার্টে সুরা পরিবেশন করার অনুমতি দেয়নি।” উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদের শো থেকেই মদ-মাদকের প্রচার করার অভিযোগে তেলেঙ্গানা সরকারের পাঠানো আইনি নোটিস নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে দিলজিৎ দোসাঞ্ঝ বলেছিলেন, “আমার শো যেখানে যেখানে থাকবে, সেখানে একদিনের জন্য মদ নিষিদ্ধ করে দিন। আমি মদ নিয়ে গান গাইব না। আমাদের দেশের সব রাজ্যগুলোতে যদি মদ নিষিদ্ধ করার ঘোষণা করা হয়, তারপরের দিন থেকেই দিলজিৎ দোসাঞ্ঝ জীবনে কোনওদিন আর ‘শরাব পি’ গানটা গাইবে না- আমি প্রতিজ্ঞা করলাম। এরপরই দিলজিতের প্রশ্ন, এটা কি সম্ভব হবে? এই ব্যবসায় আসলে অনেক লাভ। করোনাতে যখন গোটা দেশ বন্ধ ছিল, তখনও কিন্তু মদের ঠেক খোলা থেকেছে। আর আজকে এত বড় বড় কথা গান নিয়ে। যুবপ্রজন্মকে অত বোকা ভাববেন না। কোথায় আমি তো কত ভক্তিগীতি গেয়েছি, সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.