Advertisement
Advertisement

Breaking News

Jawan Tattoo Shah Rukh

শাহরুখের নেড়া মাথার ট্যাটুতেই কী লুকিয়ে ‘জওয়ান’-এর গল্প? উত্তর খুঁজতে কালঘাম ভক্তদের

কী লেখা নেড়া মাথার এই ট্যাটুতে?

Did you spotted Shah Rukh Khan's Hindi tattoo in Jawan Prevue? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 11, 2023 4:52 pm
  • Updated:September 1, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের কিং হয়ে উঠেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘পাঠান’ হয়ে কামব্যাক করেই ঝড় তুলেছিলেন নেটদুনিয়ায়। এবার ‘জওয়ান’ (Jawan)। আগাম ঝলকেই রেকর্ড ভিউ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এক কোটি মানুষ দেখে ফেলেছেন দু’মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ ভিডিও। শাহরুখ খানের নেড়া মাথা নিয়ে বিস্তর হইচইও হয়েছে। কিন্তু সেই নেড়া মাথায় যে ট্যাটু রয়েছে তাতে কী লেখা?

Jawan-SRK-2

Advertisement

এর আগে ‘জওয়ান’-এর ছবিতে শাহরুখের সারা মুখে ব্যান্ডেজ দেখা গিয়েছিল। সেই ব্যান্ডেজ বলিউড বাদশা আগাম এই ঝলকেই খুলে দিয়েছেন। তারপরই দেখা গিয়েছে ব্যাল্ড লুক আর ট্যাটু। শাহরুখের এই ট্যাটু হিন্দি ভাষায় লেখা না সংস্কৃতে, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: পুরুষরা সাবধান, এবার গলা কাটতে আসছে স্ত্রী! ভিডিও ভাইরাল]

বিভিন্ন সংবাদমাধ্যমেও ‘জওয়ান’ শাহরুখের ট্যাটু নিয়ে নানা জল্পনা-কল্পনা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাহরুখের এই ট্যাটুর প্রথম অক্ষর খুব সম্ভবত মা। প্রিভিউর শুরুতে যে সংলাপ রয়েছে। সেখানেও শাহরুখের চরিত্র মায়ের কথাই স্মরণ করছে। এদিকে আবার শোনা যাচ্ছে, ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

Jawan Deepika Padukone

শাহরুখের লাকি চার্ম দীপিকা। চার বছর পর বাদশা যখন বড়পর্দায় কামব্যাক করেন তিনিই ছিলেন নায়িকা। এবার দীপিকার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স। প্রিভিউ ভিডিওতে লাল শাড়ি পরে অ্যাকশন করতে দেখা গিয়েছে নায়িকাকে। এছাড়াও নজর কেড়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণির মতো তারকারা। ৭ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘জওয়ান’।

[আরও পড়ুন: তুমুল বৃষ্টিতে বিপর্যয়, মানালিতে আটকে বলিউড অভিনেতা, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement