Advertisement
Advertisement
Naatu Naatu Unknown Facts

আত্মহত্যা চেষ্টা কোরিওগ্রাফারের, সন্ন্যাস নেন সুরকার! ‘নাটু নাটু’ গানের এই তথ্যগুলি জানেন?

ইউক্রেন যুদ্ধের ঠিক আগেই হয়েছিল গানটির শুটিং।

Did you knew these Unknown Facts of Oscar winning Naatu Naatu song? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 15, 2023 2:59 pm
  • Updated:March 15, 2023 6:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশা প্রচুর ছিল। তা পূরণ হয়েছে। সেরা অরিজিনাল সংয়ের অস্কার পেয়েছে ‘RRR’ সিনেমার ‘নাটু নাটু’ (Naatu Naatu) গান। সাফল্যে উচ্ছ্বসিত গোটা টিম। সারা ভারতে এখন অভিনেতা রামচরণ, জুনিয়র এনটিআর, সুরকার এমএম কিরাবাণী, গীতিকার চন্দ্রবোস, কোরিওগ্রাফার প্রেম রক্ষিত ও পরিচালক এসএস রাজামৌলির জয়জয়কার। এমন পরিস্থিতিতেই গানটি নিয়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে।

Naatu-Naatu-of-RRR

Advertisement

যেমন –
ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে হয়েছে অস্কারজয়ী গানের শুটিং। টানা কুড়িদিন গানের শুটিং করেছেন রামচরণ, জুনিয়র, এনটিআর, রাজামৌলিরা।
শোনা যায়, জেলেনস্কি এক সময় অভিনেতা ছিলেন বলেই নাকি এভাবে প্রেসিডেন্টের প্রাসাদের সামনে শুটিং করার অনুমতি পাওয়া গিয়েছিল। তাও আবার প্রায় ৩৫০ নৃত্যশিল্পী। এই শুটিংয়ের কয়েক মাস পরেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়। যা এখনও চলছে।

[আরও পড়ুন: শুধু দাক্ষিণাত্য নয়, ‘RRR’-এর সাফল্য গোটা ভারতের জয়, রাজ্যসভায় মন্তব্য জয়া বচ্চনের]

মাত্র এক দিনেই নাকি ‘নাটু নাটু’ গানের ৯০% কথা লিখে ফেলেছিলেন গীতিকার চন্দ্রবোস। গানের বাকি কাজ করতে তাঁর প্রায় ১৯ মাস সময় লেগেছিল বলেই খবর।
অসময়ে মৃত্যুর আশঙ্কা ছিল। তাই নাকি গুরুর কথা মেনে প্রায় দেড় বছর সন্ন্যাসধর্ম পালন করেছিলেন সুরকার এম এম কিরাবাণী।
পরিচালক রাজামৌলিকে অন্তত ২০টি সুর শুনিয়েছিলেন কিরাবাণী। শেষে ‘নাটু নাটু’ পছন্দ হয় তাঁর।

naatu

পরিচালককে গানের অন্তত ১০০টিরও বেশি হুক স্টেপ দেখিয়েছিলেন কোরিওগ্রাফার প্রেম রক্ষিত। তার মধ্যে থেকে একটি পছন্দ হয় রাজামৌলির।
শোনা যায়, এই প্রেম রক্ষিতই নাকি অর্থাভাবে একসময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পদক্ষেপের আগের মুহূর্তে তাঁর বাবা ফোন করেন। তাতেই সিদ্ধান্ত বদল করেন জনপ্রিয় কোরিওগ্রাফার।

[আরও পড়ুন: পাহাড় জয়ের পর এবার সোনার কেল্লায় ‘দ্য একেন’, দেখুন ‘রুদ্ধশ্বাস রাজস্থান’-এর ট্রেলার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement