সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সোমি আলি। সোশাল মিডিয়ায় সলমন খানের প্রাক্তন প্রেমিকার এক লিখিত বক্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। আর তাতেই সোমির দাবি, প্রয়াত অভিনেতার অটোপসি রিপোর্ট বদলানো হয়েছে।
এখন অনেক তারকাই সোশাল মিডিয়ায় প্রশ্নোত্তর পর্ব করেন। এমনই এক প্রশ্নোত্তর পর্ব চলাকালীন নাকি সোমি সুশান্তের মৃত্যু সংক্রান্ত মন্তব্যটি করেছেন। স্ক্রিনশট অনুযায়ী, এক ব্যক্তি সোমির কাছে জানতে চেয়েছিলেন, সুশান্তের মৃত্যু নিয়ে তাঁর কী মত? যেভাবে বলিউড বিষয়টিকে একঘরে করে দিয়েছে তা নিয়েও হতাশা প্রকাশ করেন ওই ব্যক্তি। এর জবাব হিসেবেই সোমি লেখেন, ‘তাঁকে (সুশান্তকে) খুন করা হয়েছে আর তা আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে। এইমসের ডা. সুধীর গুপ্তকে প্রশ্ন করুন অটোপসি রিপোর্ট কে পালটেছে, আর কেন?’
প্রসঙ্গত, ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর প্রথমে দেহের ময়নাদতদন্ত করেছিলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের চিকিৎসকরা। পরে সিবিআই সুশান্ত মামলার তদন্তভার নেয়। প্রাথমিক ময়নাতদন্তের পর সুশান্তের ভিসেরা রিপোর্টের দায়িত্ব বর্তায় AIIMS-এর ফরেনসিক টিমের উপর। সুধীর গুপ্তর নেতৃত্বে সেই টিম কাজ শুরু করে। জানানো হয়, সুশান্তের দেহের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশ AIIMS টিম পেয়েছে। তার উপরে ভিত্তি করেই নতুন করে শুরু হয় পরীক্ষা। চূড়ান্ত ভিসেরা রিপোর্ট তুলে দেওয়া হয় CBI-এর তদন্তকারী দলের হাতে। এর পরই জল্পনা ছড়ায়, AIIMS-এর রিপোর্টে খুনের বদলে আত্মহত্যার কথা বলা হয়েছে।
এদিকে সোমির নাম নানা সময়ে তাঁর মন্তব্যের কারণেই খবরের শিরোনামে উঠে এসেছে। শোনা যায়, ১৯৯১ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেত্রী। সে সম্পর্ক যে খুব একটা সুখের ছিল না, তা এর আগে একাধিকবার উঠে এসেছে সোমির কথায়। সলমন তাঁর উপর শারীরিক নির্যাতনও করতেন, এমনই দাবি ছিল তাঁর। যদিও পয়লা বৈশাখের দিন যখন আচমকাই সলমনের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে, সলমনের প্রতি সমবেদনা জানান সোমি। ‘সলমনের সঙ্গে যা হচ্ছে এমনটা যেন আমার শত্রুর সঙ্গেও না হয়’, এমনটাই বলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.