Advertisement
Advertisement
Kangana-Hrithik

চড়কাণ্ডে কঙ্গনার পাশে হৃতিক! ‘মাফিয়া’ শিবিরের আলিয়া কী করলেন?

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারা হয়। তা নিয়ে তুমুল শোরগোল।

Did Hrithik Roshan, Alia Bhatt Backs Post Against Constable Who Slapped Kangana Ranaut, Here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:June 9, 2024 12:43 pm
  • Updated:June 9, 2024 4:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হয়তো এক সময় ছিল। এখন কঙ্গনা রানাউত আর হৃতিক রোশন দুই ভিন্ন মেরুর মানুষ। একসঙ্গে সিনেমা তো দূরঅস্ত একে অন্যের ছায়া থেকেও দূরে থাকতে পছন্দ করেন। কিন্তু এবার গল্প অন্য। চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরেছেন মহিলা জওয়ান কুলবিন্দর কৌর। তাতেই শোরগোল সারা দেশে। এই ঘটনার বিরোধিতা করা একটি পোস্টে লাইক দিলেন হৃতিক। যেন এই লাইকের মাধ্যমেই চড় খাওয়া কঙ্গনার (Kangana Ranaut) পাশে দাঁড়ালেন তিনি।

Hrithik-Kangana

Advertisement

‘কৃষ ৩’, ‘কাইট’-এর মতো সিনেমায় হৃতিক (Hrithik Roshan) ও কঙ্গনা একসঙ্গে কাজ করেছিলেন। তার পর প্রকাশ্যে আসে বিস্ফোরক খবর। কঙ্গনার অভিযোগ, বিবাহিত হওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক। পরে বিস্তর কাদা ছোড়াছুড়িও হয়। তবে সে সব এখন অতীত। এখন হৃতিকের জীবনে রয়েছেন সাবা। কঙ্গনা নবনির্বাচিত সাংসদ। জেতার পর দিল্লিতে যাচ্ছিলেন তারকা। সেই সময়ই ঘটে এই ঘটনা। যার প্রতিবাদ করেন সাংবাদিক ফায়ে ডি’সুজা।

[আরও পড়ুন: উইল স্মিথের চড় মারাকে সমর্থন করেছিলেন! পুরনো প্রসঙ্গ তুলে কঙ্গনাকে খোঁচা নেটিজেনদের]

সোশাল মিডিয়ায় এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফায়ে জানান, কোনও কিছুর জবাব হিংসা হতে পারে না। বিশেষ করে যে দেশে মহাত্মা গান্ধীর অহিংসার নীতি প্রাধান্য পায়। কারও কোনও কথা বা দৃষ্টিভঙ্গি নিয়ে যতই আপত্তি থাক না কেন, হিংসার মাধ্যমে তার প্রতিবাদ করা যায় না। আর এমন হিংসাত্মক ঘটনাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। বিষয়টি আরও মারাত্মক। কারণ নিরাপত্তারক্ষী উর্দি পরে বিষয়টি করেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faye D’Souza (@fayedsouza)

ফায়ের এই পোস্টেই নাকি লাইক দিয়েছেন হৃতিক। এমনকী, কঙ্গনা যাকে ‘বলিউড মাফিয়া’ করণ জোহরের শিবিরের বলে বারবার কটাক্ষ করেছেন, সেই আলিয়া ভাটও নাকি পোস্টে লাইক দিয়েছেন। লাইক দিয়েছেন সোনাক্ষী সিনহা, জোয়া আখতার, সোনি রাজদানরা। কঙ্গনার একাধিক বক্তব্যের সমর্থন না করলেও হিংসাত্মক প্রতিবাদের বিরোধিতা করেছেন ঋতাভরী, বিদীপ্তারাও। এদিকে আবার মহিলা জওয়ানের পাশে দাঁড়িয়েছেন সুরকার বিশাল দদলানি। জওয়ানকে চাকরির প্রস্তাবও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘অযোগ্য’ টিমকে সারপ্রাইজ ভিজিট দেব-রুক্মিণীর, প্রসেনজিৎ-ঋতুপর্ণার সঙ্গে কী কথা হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement