Advertisement
Advertisement
Amitabh Aishwarya

ছেলে-নাতির সঙ্গে হাসিমুখে পোজ, বউমা ঐশ্বর্যকে ইনস্টাগ্রামে আনফলো করলেন অমিতাভ?

গত কয়েকদিন ধরেই বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা শোনা যাচ্ছে।

Did Amitabh Bachchan unfollow Aishwarya Rai Bachchan? but Bachchan family in The Archies screening | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 6, 2023 11:22 am
  • Updated:December 6, 2023 11:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা তুঙ্গে। অন্যদিকে গোটা বচ্চন পরিবার হাজির ‘দ্য আর্চিজ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে। এমন পরিস্থিতিতে আবার শোনা যাচ্ছে, ‘দ্য আর্চিজ’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে ছেলে অভিষেক ও নাতি অগস্ত্যর সঙ্গে হাসিমুখে পোজ দিলেও ইনস্টাগ্রামে বউমা ঐশ্বর্যকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।

Reports: Aishwarya Rai Bachchan Leaves Mumbai on Diwali, SKIPS Bachchan Family Puja!
২০০৭ সালে অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বর্যর একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা চলতি বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়। একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বই ছাড়তে দেখা যায় ঐশ্বর্য রাই বচ্চনকে। এতেই প্রশ্ন ওঠে তাহলে কি বউমার সঙ্গে বনিবনা নেই বলেই মেয়ে শ্বেতার সঙ্গে দিওয়ালির পুজো সারলেন অমিতাভ?

Advertisement

[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে কেন গরহাজির কমল হাসান? মুখ্যমন্ত্রীকে জানালেন কারণ!]

এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। আবার সাম্প্রতিক এক অনুষ্ঠানে অভিষেক বচ্চনের হাতে বিয়ে আংটি দেখা যায়নি। এতেই দুইয়ে দুইয়ে চার করতে থাকেন নেটিজেনরা। এমন পরিস্থিতিতেও ‘দ্য আর্চিজ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গেই গিয়েছিলেন অমিতাভ, অভিষেক, শ্বেতা, ঐশ্বর্য, জয়া বচ্চনরা। শ্বেতার ছেলে অগস্ত্য নন্দার প্রথম ছবি এটি। রয়েছেন সুহানা খান, খুশি কাপুরও। তাই কিং খানের পরিবার থেকে রণবীর কাপুর, রণবীর সিং, কাজল, অনন্যা পাণ্ডে, আদিত্য রায়কাপুর-সহ প্রায় গোটা বলিউড হাজির ছিল স্ক্রিনিংয়ে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

এদিকে এক রেডিট ব্যবহার কারি ছবি দিয়ে দাবি করেন, ইনস্টাগ্রামে বউমা ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) আনফলো করেছেন সিনিয়র বচ্চন। অবশ্য, নেটিজেনদের একংশের দাবি অমিতাভ কোনওদিন ইনস্টাগ্রামে বউমাকে ফলোই করেননি যে আনফলো করবেন। আরেক পক্ষের আবার যুক্তি, প্রাইভেসি সেটিংয়ের জন্য শুধু অমিতাভই দেখতে পারবেন তিনি কাকে ফলো করছেন। যদিও কিছুদিন আগে নাতনি আরাধ্যার জন্মদিনে সোশাল মিডিয়ায় কোনও পোস্টই দেননি বিগ বি।

Reditt

[আরও পড়ুন: সলমনের সঙ্গে ছবি দিয়ে উচ্ছ্বাস কৌশানির, ‘লিডিং মোস্ট হিরো কাঁদছে’, খোঁটা নেটপাড়ার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement