Advertisement
Advertisement

Breaking News

Alia Bhatt and Ranbir Kapoor

মনোযোগী শাহরুখ-দীপিকা, আম্বানিদের অনুষ্ঠানে গিয়ে ঘুমিয়ে কাদা রণবীর-আলিয়া!

ভাইরাল ছবি ঘিরে তুমুল শোরগোল।

Did Alia Bhatt, Ranbir Kapoor Sleeping During IOC Session At NMACC? picture goes viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 15, 2023 9:08 pm
  • Updated:October 15, 2023 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন ক্লাসরুম। সামনের বেঞ্চে বসে মনোযোগী পড়ুয়ার মতো বসে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন। এদিকে পিছনে সিটে বসে ঘুমে ঢলে পড়ছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর (Ranbir Kapoor)! নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সেশনের (IOC) এমনই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে তুমুল শোরগোল।

Alia-Ranbi-Viral-Pic-1

Advertisement

সেশনে সাদা শার্ট আর কালো কোটে দেখা যায় শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তার পাশেই চেক স্যুট পরে বসেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দেখেই যেন অনুরাগীদের ‘জওয়ান’ স্মৃতি টাটকা হয়ে উঠল। সে যাই হোক, নেটিজেনদের নজর বেশি আকর্ষণ করেছে রণবীর আর আলিয়ার (Alia Bhatt) ছবি। দুই তারকারই চোখ বন্ধ ছিল।

[আরও পড়ুন: র‌্যাম্পে নেচে নেটপাড়ায় হাসির খোরাক সাবা, প্রেমিকার পাশে দাঁড়িয়ে কী মন্তব্য হৃতিকের?]

হতেই পারে ক্যামেরার ক্লিক করার মুহূর্তে তারকা দম্পতির চোখ পাতা পড়ে গিয়েছিল। কিন্তু নেটিজেনদের একাংশ এ তথ্য মানতে নারাজ। তাঁরা আবার স্কুল জীবনের স্মৃতি ফিরে গিয়েছেন। একজন লেখেন, “আট মিনিট লেকচার শোনার পর আমি আর আমার বন্ধুরা।” এর উত্তরেই আবার একজন লেখেন, “ঠিক যেমন রণবীর-আলিয়া পিছনে ঘুমিয়ে কাদা।” এমন মন্তব্যে ভরে গিয়েছে সোশাল মিডিয়া।

Alia-Ranbi-Viral-Pic-2
অবশ্য, এ শুধুই ঘুম, নাকি ক্যামেরার ক্লিকের মুহূর্তে পড়ে যাওয়া চোখের দুটি পাতা, তা রণবীর আর আলিয়াই বলতে পারবেন। আপাতত, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের ইনটেন্স লুক দেখে মুগ্ধ অনুরাগীরা। ওদিকে আবার করণ জোহরের ‘জিগরা’ ছবিতে আলিয়াকে একেবারে অন্য রূপে দেখা যাবে। এমনটাই আভাস মিলেছে ছবির ফার্স্টলুক টিজারে।

[আরও পড়ুন: আগেই পন্থের মন খুইয়েছিলেন! ভারত-পাক ম্যাচে ২৪ ক্যারেট সোনার iPhone হারালেন উর্বশী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement