সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিডবিধি উপেক্ষা করেই কি দিল্লিতে সিনেমার প্রচারে গিয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)? এই প্রশ্নে সরগরম মুম্বইয়ের টিনসেল টাউন। ইতিমধ্যেই স্থানীয় পুর আধিকারিককে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম (BMC)।
গত মঙ্গলবার ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra) সিনেমার টিজার প্রকাশ্যে আসে। ছবির প্রচারে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং নায়ক রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে দিল্লি যান আলিয়া। ইতিমধ্যেই মুম্বইয়ে করিনা কাপুর (Kareena Kapoor Khan), অমৃতা অরোরা, সীমা খানের করোনা (Coronavirus) আক্রান্ত হওয়ার খবরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ, সুরক্ষাবিধি লঙ্ঘন করে করণ জোহরের বাড়িতে পার্টি করেছেন করিনা, অমৃতারা। তারপরই তিনজনের কোভিড (COVID-19) পরীক্ষার ফল পজিটিভ আসে। ঘটনার পর নিজেদের আইসোলেশনে রেখেছেন তারকারা। প্রত্যেকের বাড়ি গিয়ে স্যানিটাইজেশন করেছেন বৃহন্মুম্বই পুরনিগমের কর্মীরা। আলিয়ার বাড়িও নাকি স্যানিটাইজ করা হয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতে আলিয়ার দিল্লি যাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তা নিয়ে নানা খবর ছড়াচ্ছে।
একপক্ষের দাবি, কোভিডবিধি ( COVID protocol) ভাঙার জন্য আলিয়া ভাটকে একহাত নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। এর জন্য অভিনেত্রীর বিরুদ্ধে নাকি কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিয়েছে আরেকপক্ষ। তাঁদের দাবি, দিল্লিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে যাওয়ার আগে আলিয়া নিজের করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। তারপরই রাজধানীতে ছবির প্রচারে যান আলিয়া। যদিও বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়। আলিয়া করোনাবিধি ভেঙেছেন কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ স্থানীয় পুর আধিকারিককে দেওয়া হয়েছে। দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন বিএমসি-র হেলথ কমিটির চেয়ারপার্সন রাজু প্যাটেল।
BMC health committee has given instructions to local municipal officers to look into alleged quarantine rules violation by actress Alia Bhatt and to take necessary action: Committee Chairperson Rajul Patel
— ANI (@ANI) December 16, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.