সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘স্বামী হওয়া’ এবং ‘বাবা হওয়া’। বুদ্ধদেব গুহর লেখা দু’টি ছোটগল্প নিয়ে তৈরি পরিচালক ব্রাত্য বসুর নতুন ছবি ‘ডিকশনারি’ (Dictionary)। আর এই ছবির সৌজন্যে ফের একবার আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে জুটি বেঁধেছেন নুসরত জাহান (Nusrat Jahan)। ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। তার আগে ইনস্টাগ্রামে ছবির ট্রেলার পোস্ট করলেন নুসরত।
View this post on Instagram
ছবিতে পুরুলিয়ার বনবিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকে। স্মিতার চরিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন নুসরত জাহান। আবির-নুসরতের পাশাপাশি ‘বাবা হওয়ার’ কাহিনিতে দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকে। এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজে বেশি দূর পড়াশোনা করতে না পারলেও ছেলেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চায় তাঁর চরিত্র। ছবিতে মোশারফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পৌলমী বসু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনি চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক ও সাগ্নিক চৌধুরী।
কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে ছবির শুটিং। ডিসেম্বরে কলকাতায় ডাবিং সারেন তারকারা। ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ‘ডিকশনারি’র মাধ্যমেই প্রায় ১০ বছর পর সিনেমার পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু। আর সেই সৌজন্যেই আবারও বড়পর্দায় দেখা যাবে আবির-নুসরত জুটিকে। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার দুই তারকা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ছবির ট্রেলারে ডিগ্ল্যাম লুকে নজর কেড়েছেন নুসরত। তবে ইনস্টাগ্রামে ক্যামেরার সামনে গ্ল্যামারাস লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী-সাংসদ।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.