Advertisement
Advertisement
Sanjay Ghadvi

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ সিনেমার পরিচালক সঞ্জয় গাধভী

মর্নিং ওয়াক করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন পরিচালক!

Dhoom Director Sanjay Ghadvi Passes away | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 19, 2023 12:14 pm
  • Updated:November 19, 2023 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ধুম’ সিনেমার পরিচালক সঞ্জয় গাধভী (Sanjay Ghadvi)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৭ বছর। ‘ধুম ২’ সিনেমাটিও সঞ্জয়ের পরিচালনাতেই তৈরি। শোনা গিয়েছে, মর্নিং ওয়াক করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন পরিচালক।

Sanjay-Ghadvi

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেন বনি কাপুর। গুজরাটি পরিবারে জন্ম হলেও সঞ্জয়ের বেড়ে ওঠা মুম্বইয়ে। ২০০০ সালে অর্জুন রামপাল ও রবিনা ট্যান্ডনকে নিয়ে ‘তেরে লিয়ে’ সিনেমা তৈরি করেছিলেন তিনি। কিন্তু অর্থের অভাবে সিনেমাটি মুক্তি পায়নি। এর পর যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘মেরে ইয়ার কি শাদি’ তৈরি করেন সঞ্জয়। সেটিই পরিচালকের মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

[আরও পড়ুন: ললিত মোদিকে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন? সম্পর্ক নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন]

এর পরপরই ‘ধুম’ সিনেমা পরিচালনার দায়িত্ব পান সঞ্জয়। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু, উদয় চোপড়া, রিমি সেন অভিনীত ছবিটি। প্রথম ছবিই সুপারহিট। ‘ধুম ২’-এ আবার এই টিমের সঙ্গে যোগ দেন হৃতিক রোশন। এর পর ‘কিডন্যাপ’, ‘আজব গজব লাভ’-এর মতো সিনেমা তৈরি করেছেন সঞ্জয়। পরিচালকের শেষ সিনেমা ‘অপারেশন পরিন্দে’। তাতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিত সাধ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjay Gadhvi (@sanjaygadhvi4)

সূত্রের খবর মানলে, রবিবার সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয় গাধবী। সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিচালককে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

[আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে ‘সবচেয়ে ভালো প্রতিবেশী’কোহলিকে নিয়ে কী বললেন ক্যাটরিনা? ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement