Advertisement
Advertisement
Rocky Aur Rani songs

‘মা ভবতারিণী, দশপ্রহরণধারিণী…’, ‘রকি রানি’র নতুন গানে দুর্গাপুজোর ঝলক

বনশালির নকল? করণ জোহরকে খোঁচা নেটদুনিয়ার।

Dhindhora Baje Re song out: Ranveer, Alia grabs Eyeball in Bengali style | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2023 3:22 pm
  • Updated:July 24, 2023 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই নতুন গানের ইঙ্গিত দিয়েছিলেন। ‘লার্জার দ্যান লাইফ’ সিনেমার সেটে দুর্গাপুজোর ঝলক মিলেছিল সেই ভিডিওয়। আর সোমবার সেই গান প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় হুল্লোড়! গানের কথা, সাজপোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। লিরিক্সের শুরুতেও মা দুর্গার উল্লেখ। রণবীর-আলিয়ার পাশাপাশি দেখা মিলল চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীরও।

তবে নতুন গান দেখে অনুরাগীদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও নেটিজিনদের অনেকেই এই গানের দৃশ্যকে বনশালির ছবির সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন। কেউ বললেন, ‘এটা তো পুরো সঞ্জয়লীলা বনশালির ছবির সেটের নকল!’ কারও মন্তব্য, ‘দেবদাস’, ‘রামলীলা’ সিনেমার গানের দৃশ্যের সঙ্গে এর প্রচুর মিল রয়েছে।’

Advertisement

পাশাপাশি ‘রকি রানি’র নতুন প্রোমোয় ‘শার্টলেস’ রণবীর সিংয়ের সিক্স-প্যাক দেখে উত্তেজিত স্ত্রী দীপিকা। গতবছরই নগ্ন ফটোশুটে গোটা দেশে ঝড় তুলে দিয়েছিলেন রণবীর সিং। যার জেরে তাঁকে আইনি বিপাকেও পড়তে হয়। এবার একবার ‘শার্টলেস’ অবতারে দেখা দিয়ে ফের নেটপাড়ায় আগুন ধরালেন অভিনেতা! সোমবার ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেতাকে খালি গায়ে আয়নার সামনে দেখা গেল।

[আরও পড়ুন: যৌনদৃশ্যে গীতাপাঠ, ‘ওপেনহাইমার’-এ সেন্সরের কাঁচি! অনুরাগ ঠাকুরের মন্তব্যে তুঙ্গে জল্পনা]

প্রসঙ্গত, আগামী শুক্রবারই প্রেক্ষাগৃহে আসছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। তার আগে প্রায় আদা-জল খেয়ে প্রচারের জন্য ছুটে বেড়াচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটয করণের ‘রকি রানি’কে আজ দিল্লিতে তো কাল গুজরাটে দেখা যাচ্ছে। ছবির প্রচারের জন্য কলকাতাতেও আসার কথা দুই বলিউড তারকার। কারণ গল্পের নায়িকা রানি বাঙালি পরিবারের মেয়ে। বঙ্গসংস্কৃতির বেশ কিছু ছোঁয়াও রেখেছেন পরিচালক। এবার নতুন প্রোমোয় পুরোদস্তুর পাঞ্জাবি পরিবারের ‘শাহাজাদা’ হিসেবে ধরা দিলেন ‘রকি রানধাওয়া’ ওরফে রণবীর সিং।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

প্রোমোয় দেখা গেল, করণ জোহরের ফিল্মি ড্রামায় ‘রকি রানধাওয়া’র লার্জার দ্যান লাইফের ঝলক। ডিজাইনার পোশাকের সম্ভার, স্টাইলিস্ট অ্যাকসেসরিজ, জিমে শরীরচর্চা… বিত্তশাসী পরিবারের একমাত্র ‘আলাদ্দিনের চিরাগ’ যেন! তা দেখে অনুরাগীরা ইতিমধ্যেই হইচই শুরু করে দিয়েছে। বিশেষ করে প্রোমো ভিডিওর নেপথ্যের পাঞ্জাবি মিউজিক এখন চর্চায়।

[আরও পড়ুন: ভক্তের বাবা কোমায়! শুনেই ঈশ্বরের কাছে প্রার্থনা সৌমিতৃষার, ফের মন জয় ‘মিঠাই’য়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement