Advertisement
Advertisement

Breaking News

Dharmendra

‘বলিউড দেওলদের কখনও যোগ্য সম্মান দেয়নি, আমরা নিজেদের ঢাক পেটাই না’! বিস্ফোরক ধর্মেন্দ্র

'গদর'-'রকি রানি'র সাফল্যেও ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রবীণ অভিনেতার।

Dharmendra says he and his family ‘never got their due’ in Bollywood | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2023 6:49 pm
  • Updated:August 19, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেওল পরিবারে এখন খুশির হাওয়া। জোড়া ধামাকা। বাবা-ছেলে দু’জনেই বক্সঅফিস কাঁপাচ্ছেন। ধর্মেন্দ্রর ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ যেখানে তিন সপ্তাহে ৩০০ কোটির ক্লাবে ঢুকেছে, সেখানে মাত্র ১ সপ্তাহে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ‘গদর ২’। আর এমন সাফল্যের দিনেই বিস্ফোরক কথা বললেন দেওল পরিবারের ‘কর্তা’ ধর্মেন্দ্র।

প্রবীণ অভিনেতার কথায়, বক্সঅফিসে একাধিকবার সাফল্য আসার পরও দেওল পরিবারকে কখনও বলিউড যোগ্য সম্মান দেয়নি। ধর্মেন্দ্র আক্ষেপ, তাঁর দুই ছেলে সানি দেওল কিংবা ববি দেওলরা হিট সিনেমা উপহার দিলেও ইন্ডাস্ট্রির কেউ তাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেননি।

Advertisement

[আরও পড়ুন: ‘বনশালি সাক্ষাৎ দেবতা’, আচমকাই পরিচালককে ‘তৈলমর্দন’ কঙ্গনার! নেপথ্যে স্বার্থসিদ্ধি?]

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান, “আমাদের পরিবারের কেউ নিজেদের প্রচার করে না। তাঁরা সকলেই কাজের মাধ্যমে জবাব দেওয়ায় বিশ্বাসী। সানি দেওল তাঁর ফিল্মি কেরিয়ারে ২ দুটো বড় ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পরও কোনওদিন নিজের হয়ে ঢাক পেটায়নি। আর ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ কোনওদিন আমাদের কথা উল্লেখ করেননি।”

ধর্মেন্দ্রর মন্তব্য, “আমাদের কাছে ভক্তদের ভালবাসাই বড়। ইন্ডাস্ট্রির কেউ হিন্দি সিনেমায় আমাদের অবদান স্বীকার করল কি না করল, তাতে কিছু যায় আসে না। ১৯৬৯ সালের ‘সত্যকাম’ ছবির জন্যও কোনও পুরস্কার পাইনি কোনওদিন। যে সিনেমায় শর্মিলা ঠাকুর, অশোক কুমার, সঞ্জীব কুমারদের মতো অভিনেতারাও ছিলেন।”

[আরও পড়ুন: ‘অর্ধেক পাকিস্তান খালি করে দেব’! সানি দেওলের হুঁশিয়ারিতে রাগে ‘ফুটছে’ প্রতিবেশী দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement