সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছয় দশকের উপরে ফিল্মি কেরিয়ার। আট থেকে আশি তাঁকে ধর্মেন্দ্র (Dharmendra) বলেই চেনেন। কিন্তু ৬৪ বছরের পরিচয়টাই কি না বদলে ফেললেন ধর্মেন্দ্র? প্রবীণ অভিনেতা নিজের নাম বদলে ফেলেছেন। নতুন নাম কী রাখলেন নিজের?
শাহিদ কাপুর, কৃতী স্যানন অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিটি মুক্তি পেল সম্প্রতি। যেখানে প্রবীণ অভিনেতা শাহিদের ঠাকুরদার ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমায় তাঁকে ‘দাদা’ বলেই পরিচয় করানো হয়েছে। তবে আসল বিষয়টা ফাঁস হল সিনেমার টাইটেল ক্রেডিটে। সেখানেই ফাঁস হল ধর্মেন্দ্রর নতুন নাম। শুধু ধর্মেন্দ্রর বদলে লেখা- ধর্মেন্দ্র সিং দেওল। জন্মগত নাম ছিল- ধরম সিং দেওল। তবে পরে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেই নাম ধর্মেন্দ্র করে ফেলেন তিনি।
২০২৩ সালে সিনেপর্দায় দেওল পরিবারে ভাগ্যচক্র ঘুরলেও, বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা। হেমা-ধর্মেন্দ্রর মেয়ে এষা দেওল (Esha Deol) সম্প্রতি ১১ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন। ভরত তখতানির সঙ্গে ডিভোর্স ঘোষণা করেছেন অভিনেত্রী। এসবের মাঝেই ধর্মেন্দ্র নতুন নামধারণ করলেন।
গতবছরই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি দিয়ে নিজের ফিল্মি কেরিয়ারে নতুন ইনিংস শুরু করেছেন ৮৮ বছরের অভিনেতা। যে সিনেমার হাত ধরেই দেওলদের ভাগ্যের চাবিকাঠি খুলে দিয়েছিলেন বাবা ধর্মেন্দ্র। বিশেষভাবে চর্চায় উঠে এসেছিল ধর্মেন্দ্র-শাবানার চুম্বন দৃশ্য। প্রবীণ অভিনেতার পারফরম্যান্সেও মুগ্ধ হয়েছিলেন সিনেদর্শকরা। তার রেশ ধরেই ১১ আগস্ট মুক্তি পায় সানি দেওলের ‘গদর ২’। যা কিনা ব্যবসার নীরিখে সানির ৪০ বছরের ফিল্মি কেরিয়ারে এখনও পর্যন্ত সবথেকে বড় ব্লকবাস্টার সিনেমা। তারপর বছরশেষে ডিসেম্বর মাসে বলিউডে কাঁপন ধরিয়ে দিয়েছে অ্যানিম্যাল ছবিতে ববি দেওলের পারফরম্যান্স। সেদিক থেকে দেখতে গেলে বলিউডে তিন দেওলেরই নতুন উত্থান হয়েছে গতবছর। কাপুর, ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে দেওল পরিবারও এখন ‘টক অফ দ্য টাউন’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.