Advertisement
Advertisement

Breaking News

Dhanush in Hollywood

‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালক জুটির হলিউড ছবিতে ধনুষ, ফার্স্ট লুকে চমক দক্ষিণী তারকার

ধনুশের পাশাপাশি ছবিতে রয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা।

Dhanush looks fierce in first look of his upcoming Hollywood film The Gray Man | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 27, 2022 4:08 pm
  • Updated:April 27, 2022 4:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনে যতোই সমস্যা থাক, পেশাগত জীবনে ধনুষের (Dhanush) সাফল্যের ধারা অব্যাহত। ফের হলিউড সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার। এবার ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজ খ্যাত অ্যান্টনি ও জো রুশোর ‘দ্য গ্রে ম্যান’ (The Gray Man) ছবিতে দেখা যাবে থাকে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অস্কারজয়ী হলিউড তারকা রায়ান গসলিং। 

Dhanush

Advertisement

সারা বিশ্বের পাশাপাশি ভারতে রেকর্ড ব্যবসা করেছিলেন রুশো ভাইদের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি। সেই পরিচালক জুটির নতুন এই অ্যাকশন থ্রিলার অভিনয় করেছেন ধনুষ। ছবিতে CIA এজেন্টের ভূমিকায় রয়েছেন রায়ান। ধনুষ কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানা যায়নি। তবে ইতিমধ্যেই তাঁর চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। 

Dhanush 2

[আরও পড়ুন: মুকুটে নয়া পালক, কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের তালিকায় দীপিকা পাড়ুকোন]

প্রথম এই ঝলকে অ্যাকশন অবতারেই দেখা যাচ্ছে দাক্ষিণাত্যের সুপারস্টারকে। স্যুট পরে গাড়ির উপরে পোজ দিয়েছেন অভিনেতা। তাতেই মুগ্ধ অনুরাগীরা। ধনুষের প্রশংসায় পঞ্চমুখ তারকারাও। ক্যাপশনে ধনুষ জানিয়েছেন ২২ জুলাই নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে ছবিটি। ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত হলিউড তারকা ক্রিস ইভানস এবং জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী অ্যানা দে আর্মাসকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhanush (@dhanushkraja)

আন্তর্জাতিক সিনেমায় ধনুষের সফর শুরু হয় ২০১৮ সালে। কেন স্কটের পরিচালনায় ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির’ সিনেমায় অভিনয় করেন তিনি। তারপর দক্ষিণী এবং হিন্দি সিনেমায় মন দেন। এর মধ্যেই আবার ১৮ বছরের দাম্পত্যে ইতি টানার কথা ঘোষণা করেন ধনুষ। স্ত্রী ঐশ্বর্যার (Aishwarya Rajinikanth) সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়।  এখন আলাদাই থাকেন ধনুষ ও ঐশ্বর্যা। তবে যৌথভাবে সন্তানদের দায়িত্ব পালন করছেন বলেই খবর। 

Dhanush 1

[আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এবার নেটফ্লিক্সের সঙ্গে গাঁটছড়া কেন্দ্রের, আসছে স্পেশ্যাল সিরিজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement