Advertisement
Advertisement
Dhanush-Nayanthara

তথ্যচিত্র নিয়ে ধনুষ-নয়নতারার কাজিয়া গড়াল আদালতে, এবার হাই কোর্টের দ্বারস্থ নায়ক

যাবতীয় ঘটনা নেটফ্লিক্সের ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে।

Dhanush files case against Nayanthara, Vignesh Shivan over Netflix documentary Nayanthara: Beyond the Fairy Tale
Published by: Suparna Majumder
  • Posted:November 27, 2024 4:03 pm
  • Updated:November 27, 2024 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে দাক্ষিণাত্যে তুলকালাম কাণ্ড। সম্মুখ সমরে দক্ষিণী তারকা ধনুষ ও নয়নতারা। অনুমতি ছাড়া ‘নানুম রাউডি ধান’ সিনেমার ফুটেজ নিজের তথ্যচিত্রে ব্যবহার করেছেন নয়নতারা। এমনই অভিযোগ ধনুষের। অন্যদিকে নায়িকার দাবি তিনি একাধিকবার অনুমতি চেয়েও পাননি। বিষয়টি নিয়ে নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশকে আগেই ১০ কোটি টাকার ক্ষতিপূরণের নোটিস পাঠিয়েছিলেন ধনুষ। এবার তারকা দম্পতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা-প্রযোজক।

Dhanush-Nayanthara

Advertisement

নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। অভিনেত্রীর অভিযোগ, এই তথ্যচিত্রের জন্য ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’-এর ৩ সেকেন্ডের ঝলক ব্যবহার করার অনুমতি তিনি চেয়েছিলেন। কারণ ধনুষ ছবিটির প্রযোজক। কিন্তু দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ। কিন্তু আচমকাই ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন।

এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়ে সোশাল মিডিয়ায় তিন পাতার খোলা চিঠি শেয়ার করেন নয়নতারা। যাতে ধনুষকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সাথে তো না।’

Nayanthara-Dhanush-1

নয়নতারার এই পোস্ট নিয়ে সোশাল মিডিয়া বা কোনও সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত ধনুষ কোনও প্রতিক্রিয়া দেননি। তবে অভিনেতার আইনজীবী আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনিই মাদ্রাজ হাই কোর্টে ধনুষ ও তাঁর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে মামলাটি করেছেন নয়নতারা, তাঁর স্বামী ভিগনেশ শিবন (পরিচালক) এবং তাঁদের প্রযোজনা সংস্থা রাউডি পিকচার্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। বুধবারই মামলার শুনানি শুরু হয়েছে এবং বিচারপতি নয়নতারা-ভিগনেশদের জবাব জানতে চেয়েছেন বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement