Advertisement
Advertisement

Breaking News

Dhanush Aishwarya's son

ট্রাফিক আইন ভেঙে বিপাকে ধনুষ-ঐশ্বর্যর ছেলে, দিতে হল মোটা জরিমানা!

বিপাকে রজনীকান্তের নাতি!

Dhanush-Aishwarya's son Yatra fined for violating traffic rules | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 20, 2023 5:12 pm
  • Updated:November 20, 2023 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনুষ-ঐশ্বর্যর সম্পর্ক, বিচ্ছেদের কথা মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসে। রজনীকান্তকন্যার সঙ্গে এক বছর আগে বিয়ে ভেঙেছে দক্ষিণী সুপারস্টারের। তবে সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করেন তাঁরা। এবার বড় ছেলের জন্য বিপাকে পড়তে হল ধনুষ-ঐশ্বর্যকে।

তারকাদম্পতির প্রথম সন্তান যাত্রা। দাদু রজনীকান্তের চোখের মণি সে। তাই পরিবারেরও বেশ আদুরে। এবার সেই যাত্রাই ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিপাকে পড়ল। যার জন্য জরিমানাও দিতে হয়েছে তাকে। যাত্রার বয়স এখন ১৭। এক ভাইরাল ভিডিওতে তাকে দ্রুতগতিতে বাইক চালাতে দেখা যায়। এর পরই বিপাকে পড়ে রজনীকান্তের নাতি।

Advertisement

[আরও পড়ুন: ক্রিকেট বোঝেন না আথিয়া! ভাজ্জির কটাক্ষের পরই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা অভিনেত্রীর]

ইতিমধ্যেই ট্রাফিক পুলিশের তরফে যাত্রার মা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গিয়েছে, এক প্রশিক্ষকের কাছ থেকে বাইক চালানো শিখছিল সে। তবে প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার কাছে যেহেতু লাইসেন্সও নেই, তাই যাত্রা কীভাবে রাস্তায় এমন বেপরোয়াভাবে বাইক চালাতে পারে? সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, এর জেরে ধনুষ-ঐশ্বর্যর ছেলেকে গুনতে হয়েছে ১০০০ টাকা জরিমানা।

[আরও পড়ুন: ‘জয় মহাকালী, আয়ো গোর্খালি’, খুকরি নিয়ে গোর্খা রেজিমেন্টের সঙ্গে নাচ ভিকির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement