Advertisement
Advertisement

Breaking News

পাসওয়ার্ড

এবার নেটদুনিয়ায় আরও বড় হবে যুদ্ধ-যুদ্ধ খেলা, ‘পাসওয়ার্ড’-এর টিজারে নয়া চমক

দেখুন টিজারে কীভাবে নতুন অবতারে ধরা দিলেন পরম-পাওলি।

Dev’s upcoming venture ‘Password’s second teaser revealed
Published by: Sandipta Bhanja
  • Posted:September 1, 2019 4:13 pm
  • Updated:September 1, 2019 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:   সময় ঘনিয়ে আসছে। ডিজিটাইজেশনের হাত ধরে আধুনিক মানব সভ্যতা ধ্বংসের পথে আরও একটু একটু করে এগোচ্ছে। আগ্রাসী হয়ে উঠেছে ওয়েব জগত। যেন গিলে খেতে আসছে একটা অজানা অন্ধকার। আরেকটু পরিষ্কার করে বললে, ওয়েব জগতের অন্ধকার দিক। যেখানে ফাঁদ পেতেছে ওয়েব মাফিয়ারা। চক্রান্তের জাল বুনছে রোজ রোজ। তার শিকার আমি, আপনি, আমাদের মতো বিশ্বের কোটি কোটি মানুষ। মুহূর্তের ভুলে ঘটতে পারে কোনও বড় ধরনের দুর্ঘটনা। অজান্তেই পড়তে পারেন ডার্ক ওয়েবের ফাঁদে। আমাদের অগোচরে, যা আমাদের ভাবনা-চিন্তার বাইরে। ওয়েব দুনিয়ায় যুদ্ধের খেলা এবার আরও বড় পরিসরে। সেই যুদ্ধ মানুষে মানুষে নয় বরং দুই ল্যাপটপে। আভাস দিল ‘পাসওয়ার্ড’-এর নতুন টিজার।

[আরও পড়ুন: নারীজীবনের ভিন্ন পর্যায়ের গল্প নিয়ে আসছে ‘অন্দরকাহিনি’, ট্রেলারে নজর কাড়লেন প্রিয়াঙ্কা]

Advertisement

রবিবার প্রকাশ্যে এল দেব-কমলেশ্বর জুটির আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এর দ্বিতীয় টিজার। আর ছবির দ্বিতীয় ঝলকেই অন্যরকম অবতারে দেখা গেল ছবির চরিত্রদের। ইন্টেলিজেন্স পুলিশ অফিসারের ভূমিকায় ধরা দিলেন দেব। ঝাঁ চকচকে অ্যাকশন সিকোয়েন্স। পাওলি দাম, রুক্মিনী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়, আদৃত প্রত্যেকেই স্বমহিমায় বাজিমাত করলেন দ্বিতীয় টিজারে। ইন্ডাস্ট্রিতে নবাগত হলেও আদৃতের চরিত্রে যে বিশেষ চমক রয়েছে, তার ইঙ্গিত মিলল ট্রেলারেই।

 

আপনার ছোট্ট ভুলের খেসারত দিতে গিয়ে ঘটতে পারে বড় অঘটন। ওয়েব দুনিয়ায় যুদ্ধের খেলাটা এবার আরও বড় পরিসরে। হাতের মুঠোয় বোতাম। এক ক্লিকেই চূড়ান্ত বিপর্যয়। সবকিছুর নেপথ্যে একটাই কারণ- ডার্ক ওয়েব। যাঁর সিংহভাগই আমাদের জানার বাইরে। বাংলায় প্রথম ডার্ক ওয়েব ছবি। নেপথ্যে কমলেশ্বর মুখোপাধ্যায়। টানটান রহস্য-রোমাঞ্চ-অ্যাকশন। পুজো উপলক্ষে বাঙালি সিনেদর্শক যে এক ভিন্ন স্বাদের ছবি উপহার পেতে চলেছেন, তার আভাস পাওয়া গেল নতুন টিজারেই।

[আরও পড়ুন: অনুষ্ঠানের লভ্যাংশে দুঃস্থ পড়ুয়াদের জন্য পাকা স্কুলবাড়ি, প্রশংসনীয় উদ্যোগ রূপমের]

“পৃথিবীটা নাকি ছোট ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি…” ড্রয়িং রুমের ৪২ ইঞ্চির স্ক্রিন এখন আমাদের হাতে। অর্থাৎ সড়গড় বাংলায় যাকে বলে ‘স্মার্ট টিভি’। কাল বদলের নিয়মে এখন মানব সভ্যতা বেশ ‘স্মার্ট’। হাতের মুঠোয় নিমেষের মধ্যে পুরো দুনিয়া। মোবাইল আর এখন শুধু কথা বলার জন্য, বিনোদনের মূল মাধ্যম হয়ে উঠেছে। ডিজিটাইজেশনের যুগে দিনভর আমাদের মোবাইলের ইন্টারনেট অন করা। ব্যবহার করি ঠিকই, অথচ এর সিংহভাগই আমাদের জানার বাইরে। আর ঠিক এখানেই ফাঁদ পেতে বসে আছে ওয়েব মাফিয়ারা। আমাদের অজান্তেই কত ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে ওয়েব দুনিয়ায়। ডার্ক ওয়েব মানুষের অন্ধকার ভবিষ্যতের মতোই। অনলাইন ফ্রড বা নেটদুনিয়ার ডার্ক সার্ফেসের মতো বিষয় নিয়েই আসছে দেব অভিনীত ‘পাসওয়ার্ড’। ছবি মুক্তি পাচ্ছে ২ অক্টোবর।

দেখুন টিজার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement