Advertisement
Advertisement

Breaking News

Dev

স্পাইডারম্যানের জালে আটকে কপিল দেব ও দেব! ব্যাপারটা কী?

এ দেশের সিনেমা হলে দাপট দেখাচ্ছে 'স্পাইডারম্যান- নো ওয়ে হোম'।

Dev's Tonic and Kapil Dev's 83 are struggling to get cinema halls for Spiderman | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 19, 2021 1:42 pm
  • Updated:December 19, 2021 1:42 pm  

দুলাল দে: স্পাইডারম্যানের জালে আটকে পড়েছেন দুই ‘দেব’! একজন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব। আরেকজন টলিউড সুপারস্টার দেব অধিকারী (Dev)।

বড়দিনের রিলিজে হল পাওয়া নিয়ে যে ধুন্ধুমার লড়াইটা হওয়ার কথা ছিল ‘৮৩ আর ‘টনিকে’র মধ্যে মাঝখান থেকে সেই লড়াইয়ে স্পাইডারম্যান জাল বিছিয়ে ফেলবেন, সেটা আর কে জানত? এর সঙ্গে আবার ধরতে হবে দক্ষিণী ছবি ‘পুষ্পা’ (Pushpa)। সেই ছবিরও তো হল কালেকশন মারাত্মক। ফলে সিঙ্গল স্ক্রিন হল মালিকরা চিন্তায় পড়ে গিয়েছেন, কাকে ছেড়ে কাকে জায়গা দেবেন।

Advertisement

[আরও সপড়ুন: গোপনে চলত নজরদারি, ওড়ানো হল দিল্লির তথ্যপ্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত ৪০০ ফেসবুক অ্যাকাউন্ট]

‘৮৩‘র (Movie 83) মুক্তি নিয়ে এতদিন হল মালিকরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। ‘৮৩’ সিনেমা হলে রাখা মানেই যে নিশ্চিতভাবে লাভের অঙ্ক ঘরে আসবে, বলাই বাহুল্য। কিন্তু যাবতীয় সমস্যা তৈরি হল একই দিনে অর্থাৎ ২৪ ডিসেম্বর দেবের টনিকের মুক্তি ঘিরে। যেখানে দেব নিজেই প্রযোজক। এখনও পর্যন্ত টনিকের যে ট্রেলার প্রকাশিত হয়েছে, তা দেখে বাঙালি মধ্যবিত্ত দর্শক প্রবল আগ্রহী সিনেমাটি পরিবারের সঙ্গে হলে গিয়ে দেখার জন্য। কিন্তু সমস্যায় ফেলে দিয়েছে ‘৮৩’র অন্যতম প্রযোজক রিলায়েন্স। তাদের পক্ষ থেকে হল মালিকদের কাছে স্পষ্ট বার্তা ছিল, ‘৮৩’র সঙ্গে অন্য কোনও সিনেমা নিয়ে হল শেয়ার করতে তারা রাজি নয়। অর্থাৎ হলে যদি ‘৮৩’ চলে, অন্য কোনও সিনেমাকে একটিও শো দেওয়া যাবে না।

কিন্তু সমস্যা হল বাংলা সিনেমা যদি বাংলাতেই না চলে, তাহলে কোথায় চলবে। সমগ্র ইস্টার্ন ইন্ডিয়ায় ‘৮৩’র পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। যাঁদের সঙ্গে এই মুহূর্তে দেবের সম্পর্ক অত্যন্ত মধুর। ফলে সব সিঙ্গল স্ক্রিনেই দেবের টনিক একটি করে হলেও শো পাবে। কিন্তু দক্ষিণী পুষ্পা আর স্পাইডারম্যান যে এভাবে দুই দেবের কপালে চিন্তার ভাঁজ ফেলবে, কে ভেবেছিল। বিশেষ করে স্পাইডারম্যান। শনিবারের পর আজ রবিবারও সব হলে স্পাইডারম্যান হাউসফুল। এই অবস্থায় স্পাইডারম্যানকে সরিয়ে আগামী শুক্রবার সব শো ‘৮৩ আর টনিককে (Bengali Film Tonic) কীভাবে দিয়ে দেওয়া সম্ভব বুঝে উঠতে পারছেন না হল মালিকরা। ফলে বড়দিনের উৎসবে হল পাওয়া নিয়ে কপিল দেব আর দেব অধিকারীর প্রথম ধাক্কা হচ্ছে স্পাইডারম্যানের জাল ছাড়ানো। সম্ভব কি না, শুক্রবার জানা যাবে।

[আরও পড়ুন: Vicky Kaushal & Katrina Kaif Honeymoon: মধুর স্মৃতিতে ডুব, ভিকির সঙ্গে মধুচন্দ্রিমার ছবি শেয়ার ক্যাটরিনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement