Advertisement
Advertisement

Breaking News

Byomkesh Durgo Rohosyo new song

‘ও যে মানে না’, ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র নতুন গানে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ সত্যান্বেষী দেব

মুক্তি পেল 'ব্য়োমকেশ ও দুর্গরহস্য'র নতুন গান।

Dev's Byomkesh O Durgo Rohosyo new song O Je Mane Na Mana out | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 7, 2023 2:44 pm
  • Updated:August 7, 2023 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের দাবি, হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের থেকে অনুপ্রেরণা নিয়েই ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’কে খানিক আলাদা আঙ্গিকে ভেবেছেন তাঁরা। টলিউড তারকার মুখে এমন কথা শুনে যখন নেটপাড়ার ঠাট্টা-বিদ্রুপের অন্ত নেই, তখনই নতুন গানে সত্যান্বেষীকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরলেন দেব-বিরসারা।

সোমবার মুক্তি পেল ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র নতুন গান ‘ও যে মানে না মানা…’। অতিপরিচিত এই রবীন্দ্রসংগীতকে নিজের মতো করে পরিবেশন করেছেন লগ্নজিতা চক্রবর্তী। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স-এর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন এই গান শুনে। পাশাপাশি, ব্যোমকেশ-সত্যবতীর দাম্পত্য রসায়নে নজর কাড়লেন দেব-রুক্মিণীও। সংগীত আয়োজনে সুদীপ্ত পাল, দীপ্তার্ক বোস। শুনে নিন আপনিও- শুনে নিন আপনিও-

Advertisement

[আরও পড়ুন: এমন বন্ধু আর কে আছে! ‘সত্যবতী’ রুক্মিণীর সঙ্গেই ‘ব্যোমকেশ’ দেবের যত খুনসুটি, দেখুন কাণ্ড]

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার। যেখানে সত্যান্বেষীর পাশাপাশি ভিন্ন অবতারে দেখা গিয়েছে দেবকে। পরনে একরঙা কাপড়ের থান। গলায় তিন থাক রুদ্রাক্ষের মালা। হাতে ত্রিশূল নিয়ে আন্য মেজাজে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার। আর সেটা দেখেই আপাতত উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। কারও কারও দাবি, খুনের রহস্য ফাঁস করতে গিয়ে দেব এখানে শিবের বেশেও ধরা দেবেন। অতঃপর প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায় তাঁদের চাতক পাখির হাল!

ব্যোমকেশের চরিত্রে দেবের অভিনয় করা নিয়ে বহু কৌতূক, বিদ্রুপ হলেও সিনেমার পয়লা ঝলকেই অভিনেতা বুঝিয়ে দিয়েছেন যে সত্যান্বেষীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজেকে কতটা ভেঙেছেন তিনি। গোয়েন্দা চরিত্রে তাঁকে দেখে ইতিমধ্যেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’।

[আরও পড়ুন: সেঞ্চুরি পার করল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, দ্বিতীয় সপ্তাহে কত আয় ছবির?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement