Advertisement
Advertisement

Breaking News

Dev

দেবের বাড়ির দরজায় এল সুখবর, ‘কিশমিশে’র জন্য অস্কার পেলেন দেব! ব্যাপারটা কী?

'কিশমিশ' ছবিতে ফুটে উঠেছে দেব ও রুক্মিণীর মিষ্টি প্রেমের গল্প।

Dev won an Oscar for his newly launch movie Kishmish
Published by: Akash Misra
  • Posted:April 30, 2022 1:49 pm
  • Updated:April 30, 2022 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণীর ‘কিশমিশ’। মুক্তির প্রথম দিনেই দর্শকদের থেকে প্রশংসা কুড়িয়ে ফেলেছে এই ছবি। ইতিমধ্যে দেব (Dev) অনুরাগীরা বলছে ছবি সুপারহিট। তবে শুধু দেবের অনুরাগীরা নয়, ‘কিশমিশ’ ছবি দেখে দারুণ খুশি দেবের বাবা। দেবের কথায়, ‘কিশমিশে’র সেরা রিভিউটা পেলেন বাবার কাছ থেকে!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন দেব। যে ভিডিওতে দেখা গেল একটি কাগজের উপর লেখা ‘কিশমিশ সুপার ডুপার হিট!’ এই ভিডিও শেয়ার করে দেব লিখলেন, ‘আজ পর্যন্ত আমার ৩৯ বছরের এই জীবনে আমার বাবা আমাকে একটি চিঠিও লেখেনি, প্রতিটা সিনেমার মতো আজকেও আমার বাবা এবং আমার পরিবার এসেছিলো Kishmish সিনেমাটি দেখতে, সিনেমা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণে বাবার কাছে জানতে পারিনি কেমন লেগেছে সিনেমাটা, সব শেষে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম দরজার বাইরে বাবা লিখেছে “Kishmish Super duper Hetes”

Advertisement

Kishmish movie review: Dev-Rukmini steal hearts

[আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত]

আজকে যেন মনে হলো বাবাকে জীবনে প্রথমবার গর্ববোধ করাতে পারলাম, #Kishmish আপনাদের কতটা ভাল লাগবে তা আমার জানা নেই, কিন্তু আজকের দিনের এই অনুভূতিটা আমার কাছে কিশমিশের মত মিষ্টি হয়ে থাকবে সারা জীবন। সিনেমার ভাষায় আজ যেনো অস্কার পেলাম।’

দেব (Dev) ও রুক্মিণীর (Rukmini) কিশমিশ ছবিটি আদ্যপান্ত একেবারেই প্রেমের ছবি। যেখানে দুই প্রজন্মের গল্প ফুটে উঠবে। দেব ও রুক্মিণীকে দেখা যাবে ভিন্ন দুই রূপে। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে ছবির গান এবং ছবিতে দেব ও রুক্মিণীর অভিনয়। তার উপর দেবের সেরা প্রাপ্তি এই ছবি নিয়ে তাঁর বাবার উচ্ছ্বাস।

[আরও পড়ুন: কবে মুক্তি পাবে ‘সাবাশ মিতু’, নতুন পোস্টার প্রকাশ করে জানালেন পরিচালক সৃজিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement