সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট মিটিয়ে দেব এখন ব্যস্ত নিজের ফিল্ম জগতে। তার মাঝে অবশ্য ‘গো গ্রিন’ ঘাটাল উদ্য়োগে রোজই বৃক্ষরোপন করছেন। আর এত সবের মাঝে দেবের নতুন পনিটেল লুক এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। নেটপাড়া বলছে, দেব হলেন টলিউডের জওয়ান, টলিউডের শাহরুখ খান! নেটপাড়ার এমন মন্তব্য ভুল কিছু নয়, কারণ, দেবের বক্স অফিস দেখুন, গত কয়েকটি ছবি কিন্তু শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও সুপারহিট দেব। বলা ভালো, নিজেকে ভেঙে চুড়ে দেব কিন্তু পর্দায় চমকের পর চমকই দিচ্ছেন। আর এই চমকের তালিকায় এবার দেবের নতুন এই পনিটেল লুক! শোনা যাচ্ছে, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির জন্যই নাকি এমন লুক নিয়েছেন দেব।
পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে যে ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) ছবিটি তৈরি করছেন, এ খবর নতুন নয়। এমনকী, ছবি ঘোষণা হয়েও, অজানা কারণে শুটিং শুরু হয়নি। এই বড় এলোমেলো চুলই রঘু ডাকাত হয়ে ওঠার প্রথম পদক্ষেপ! টলিপাড়ার সূত্রের খবর, নভেম্বর থেকেই জোর কদমে কাজ শুরু করবেন পরিচালক ধ্রুব ও দেব। শোনা যাচ্ছে, এসভিএফ-এর সঙ্গে নাকি ছবির সহ-প্রযোজনা করবেন দেব স্বয়ং।
View this post on Instagram
‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব (Dev) লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।
বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.