Advertisement
Advertisement

Breaking News

Bagha Jatin Trailer

দুরন্ত গতি, তীক্ষ্ণ চাহনি আর অদম্য জেদ, ‘বাঘা যতীন’-এর ট্রেলারে দুর্ধর্ষ দেব

১৯ অক্টোবর আগে বাংলায় ‘বাঘা যতীন’। তার পর ২০ অক্টোবর হিন্দি ভাষায় মুক্তি নতুন এই ছবির।

Dev turns freedom fighter Jatindranath Mukherjee in Bagha Jatin movie Trailer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 9, 2023 7:40 pm
  • Updated:October 9, 2023 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত গতি, তীক্ষ্ণ চাহনি আর জেদ। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে জেদ। দেশকে স্বাধীন করার জেদ। ‘বাঘা যতীন’ দেবের এই তীব্র জেদই দেখা গেল ট্রেলারে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিকের কাহিনি সিনেমা হয়ে এবার পুজোয় আসছে দর্শকের দরবারে। তারই আভাস পাওয়া গেল ‘বাঘা যতীন’-এর ট্রেলারে (Bagha Jatin Trailer)।

Dev-Bagha-Jatin-1

Advertisement

“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। তারপর আসে টিজার। সেখানেই বাঘা যতীনের অদম্য লড়াইয়ের আভাস পাওয়া গিয়েছিল। এবার ট্রেলারের পালা। যাতে মুগ্ধ করলেন দেব।

[আরও পড়ুন: ভারত-কানাডা সম্পর্কে তিক্ততার জের! টিকিট বিক্রির পরও সফর বাতিল গায়ক গুরদাস মানের]

প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

Dev-Bagha-Jatin-2

আগামী ১৯ অক্টোবর আগে বাংলায় ‘বাঘা যতীন’ (Bagha Jatin) মুক্তি পাবে, তার পর ২০ অক্টোবর সারা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবিটি। দেবের পাশাপাশি এ ছবিতে রয়েছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মণ্ডল, রোহন মণ্ডলের মতো একঝাঁক অভিনেতা।

[আরও পড়ুন: শুটিংয়ে হয়রানি! বিতর্কের জেরে বাংলাদেশের ছবি থেকে বাদ সায়ন্তিকা? মুখ খুললেন নায়ক ও পরিচালক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement