Advertisement
Advertisement
Dev Soham

ডুয়ার্সের চালসায় দেব-সোহম, সঙ্গে পুরো ‘প্রধান’ টিম, শুরু শুটিং

১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানা জায়গায় 'প্রধান'-এর শুটিং হবে।

Dev, Soham Chakraborty starts shooting at Dooars, Chalsa | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 31, 2023 12:19 pm
  • Updated:August 31, 2023 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার ‘প্রধান’ টিমের সিংহভাগ কলাকুশলীদের নিয়ে চালসায় পৌঁছে গিয়েছেন দেব-সোহম। যোগ দিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু ওরফে মিঠাইও। বৃহস্পতিবার সাতসকালে ডুয়ার্সে পৌঁছে গিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই শুরু হচ্ছে দেব-সোহমের অংশের শুটিং।

এর আগেই শোনা গিয়েছিল যে, ‘প্রধান’-এর সিংহভাগ শুটিং হবে উত্তরবঙ্গে। গল্পের প্রয়োজনেই পাহাড়ি জায়গা বেছে নিয়েছেন পরিচালক অভিজিৎ সেন। প্রযোজক অতনু রায়চৌধুরিও আপাতত সেখানে যোগ দিয়েছেন গোটা টিমের সঙ্গে। ইতিমধ্যেই প্রথম দিনের শুটিং হওয়ার খবর দিয়েছেন তিনি।

Advertisement

প্রযোজক জানিয়েছেন, এইমুহূর্তে ডুয়ার্সের আবহাওয়া বেশ ভাল। আশা করছেন, বাকি কাজটাও ঠিকঠাকভাবে এগোবে। প্রায় ১৯ দিন ধরে উত্তরবঙ্গের নানা জায়গায় ‘প্রধান’-এর শুটিং হবে। শোনা যাচ্ছে, শিডিউলের শেষ দিনে যোগ দিতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: সাতসকালে ময়দানে ঘোড়া ছোটাচ্ছেন শ্রাবন্তী, ‘দেবী চৌধুরানী’র জন্য কড়া হোমওয়ার্ক]

প্রসঙ্গত, দিন কয়েক আগেই পুলিশের পোশাকে চমক দিয়েছেন দেব। এই ছবিতে তাঁর চরিত্রের নামও প্রকাশ্যে এসেছে- ‘দীপক প্রধান’। দেব যে এখানে পেশিবহুল দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তা বেশ বোঝা গেল।

উল্লেখ্য, বক্সঅফিসে এখনও বিজয়রথ ছোটাচ্ছে ব্যোমকেশ ও দুর্গরহস্য। এরমাঝেই নতুন ছবির কাজে হাত দিলেন দেব। ‘প্রধান’-এর জন্য প্রস্তুতি অবশ্য অনেক আগে থেকেই নেওয়া শুরু করেছিলেন তারকা-সাংসদ। কড়া শরীরচর্চা করতে হয়েছে তাঁকে। সোহম চক্রবর্তীও গোটা ১ মাস জিমে ঘাম ঝরিয়েছেন নিয়ম করে। এবার ডুয়ার্সে শুটিং শুরু করলেন দেব-সোহম।

[আরও পড়ুন: মুম্বই সফরে বড় ঘোষণা মমতার! কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসছেন শাহরুখ-সলমন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement