Advertisement
Advertisement
Dev

এক মুখ দাড়ি, মুখে ক্ষতর দাগ, নতুন অবতারে ফের চমক দেবের! ব্যাপারটা কী?

পুজোয় মুক্তি পাচ্ছে দেবের 'বাঘা যতীন'।

Dev shares new look from Bagha Jatin | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 22, 2023 9:09 am
  • Updated:September 22, 2023 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দেওয়াটা একেবারে অভ্যাসে বানিয়ে ফেলেছেন দেব। নতুন নতুন ছবিতে নতুন নতুন চমক। তা ব্য়োমকেশ হোক কিংবা বাঘা যতীন। পর্দায় নতুন অবতারে ধরা দিতে সদা প্রস্তুত দেব। কয়েকদিন আগে মোশন পোস্টারে দেবের সাধু অবতার দেখা গিয়েছিল। আর এবার সামনে এল দেবের নতুন আরেক লুক। এক মুখ দাড়ি, এলোমেলো চুল, মুখে নানা ক্ষতর দাগ! চোখে মুখে যেন বিদ্রোহের আগুন।

স্বদেশী আন্দোলনের স্বার্থে সংগ্রামীদের সব সময়ই ছদ্মবেশ নেন। বাঘা যতীনের সেরকমই এক ছদ্মবেশের লুক এবার ধরা পড়েছে দেবের নতুন ছবিতে। এবার পুজোয় যে ধামাকা দেবেন দেবেন দেব। তা বোঝা যাচ্ছে টিজার এবং দেবের শেয়ার করা নানা লুক থেকেই।

Advertisement

[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]

প্রসঙ্গত, একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করছেন দেব। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে টলিউড সুপারস্টার বেশ সচেতন হয়ে উঠেছেন। এমনকী সিনেমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তারকা সাংসদ টলিপাড়ার অন্য নায়কদের তুলনায় এগিয়ে রয়েছেন। কখনও গোয়েন্দা হিসেবে আবার কখনও ফুটবলারের ভূমিকায় দেশপ্রেম উসকে দিয়েছেন দেব। ‘গোলোন্দাজ’-এর পর ‘রঘু ডাকাত’ রয়েছে পাইপলাইনে। সেই ছবির কাজে হাত না দিলেও তার আগেই ‘বাঘাযতীন’-এর ভূমিকায় আত্মপ্রকাশ করে ফেলেছেন টলিউড অভিনেতা। বারবার তাঁর সিনেমায় দেশপ্রেমের গাঁথা ঘুরেফিরে আসছে।

Dev Bahghajatin

 

“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। অরুণ রায়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দেব। সুপারস্টারের বিপরীতে রয়েছে নতুন নায়িকা সৃজা।

[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement