Advertisement
Advertisement

Breaking News

Dev

একমাথা চুল, চোখে মুখে আক্রোশ! ‘খাদান’ লুকে চমক অনির্বাণ চক্রবর্তীর

কোন চরিত্রে দেখা যাবে অনির্বাণকে?

Dev shares Khadan look of Anirban Chakraborty
Published by: Akash Misra
  • Posted:November 18, 2024 2:19 pm
  • Updated:November 18, 2024 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের (Dev) ‘খাদান’ ছবি যে একেবারে চমকে ভরপুর, তার ইঙ্গিত মিলেছে টিজার থেকেই। চমক ছিল এই ছবিতে দেবের অ্য়াকশন অবতারে। চমক ছিল যিশু সেনগুপ্তর নতুন লুকেও। তবে এবার চমকে দিলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। একমাথা চুল, মোটা গোঁফ এবং আক্রোশ ভরা চোখের চাউনি সবার প্রিয় একেন বাবু একেবারে অন্য অবতারে। দেবের খাদান ছবিতে তিনি হলেন ‘মাণ্ডি’!

সম্প্রতি সোশাল মিডিয়ায় দেব শেয়ার করলেন অনির্বাণের সেই রূপ। সঙ্গে লিখলেন, ”সাহসের দীপ, ন্যায়ের গান,হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ।”

Advertisement

‘চ্যালেঞ্জ নিবি না শালা’! ‘পাগলু’ এমন ডান্স করবে, যে ‘খোকাবাবু’রা হেরে ভূত! দুর্গাপুজোর ঢাকের তাল হোক কিংবা ‘মন মানে না’! দেব মানেই ঢিনচ্যাক গান ও তাঁর সঙ্গে ঝিনচ্যাক নাচ। কিন্তু হঠাৎ করেই দেবের সাধ জাগল, নিজের ইমেজকে ভাঙার। আর তাই তো দুম করেই নাচ থেকে শত হস্ত দূরে। দেব এখন একের পর এক মাইলস্টোন ছবির একাই ‘টনিক’। দেবই এখন টলিউডের ‘প্রধান’ এন্টারটেনমেন্ট। কিন্তু ওই যে এক স্রোতে কখনই বইবেন না দেব। ফের ফিরলেন পুরনো ছন্দে। তাই তো ‘খাদান’ ছবিতে দেব সেই পুরনো অ্য়াকশন, নাচে, গানে ভরা পর্দার সুপারহিরো। ফের পুরনো জুতোতে পা গলিয়ে দেব কি পারলেন সেই ঝিনচ্য়াক দেবকে ফেরাতে?

 

নতুন বছরের শুরুতেই ‘খাদান’-এর প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। আর প্রথম সেই ঝলকেই অভিনেতা-প্রযোজক বুঝিয়ে দিয়েছিলেন এবারের বড়দিনে তিনি বড়পর্দায় বিস্ফোরণ ঘটাতে চলেছেন। অ্যাকশন প্যাকড এই ছবিতে দেবের সঙ্গী যিশু সেনগুপ্ত। “কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি”, ক্যাপশনে একথা লিখেই যিশুর পোস্টারটি প্রকাশ করা হয়েছিল।

“আমি খাদান-এর মতো কর্মাশিয়াল টিজার, ট্রেলার বাংলাতে তো দেখিনি। আমার মনে হয় যদি বাংলা কর্মাশিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জ গুলো রয়েছে ‘খাদান’-এ। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব”, ‘খাদান’ ছবির টিজার দেখার পর এমন কথাই বলেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। দেব-যিশু ছাড়াও সুজিত দত্ত পরিচালিত এই ছবিতে রয়েছেন বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement