Advertisement
Advertisement

Breaking News

Dev

চপার থেকে নামতেই দেবের পা জড়িয়ে ধরলেন মহিলা! বালুরঘাটে প্রচারে গিয়ে কী ঘটল?

ঘাটাল হোক বা বালুরঘাট, 'দেবদা' বলতে পাগল ফ্যানরা।

Dev shares glimpse of Balurghat campaign, Female fan rushes to him
Published by: Sandipta Bhanja
  • Posted:April 24, 2024 11:35 pm
  • Updated:April 24, 2024 11:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতার কাছে তিনি ‘রাজনীতিক দেবে’র থেকেও অনেক বেশি শ্রদ্ধেয়, ভালোবাসার পাত্র ‘মানুষ দেব’ হিসেবে। দশ বছরের রাজনৈতিক কেরিয়ারে টলিউড সুপারস্টার দেখিয়ে দিয়েছেন সৌজন্যতা কাকে বলে? বাংলার গ্রামগঞ্জে তাঁর ভক্তের সংখ্যা অগণিত। ঘাটাল হোক বা বালুরঘাট, ‘দেবদা’ বলতে পাগল ফ্যানরা। তাই তো তাঁকে দেখতে উন্মত্ত জনতার ভিড় বাঁধ মানে না।

লোকসভা ভোটের আগে যে মানুষটি রাজনীতিকে জলাঞ্জলি দেওয়ার কথা বলেছিলেন, এখন তাঁকে বাংলার মাঠেঘাটে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসেবে প্রচার করতে দেখা যাচ্ছে। ঘাটালে ব্লকবাস্টার প্রচারের পর তাঁকে উত্তরের জেলাগুলিতেও প্রচারে দেখা গিয়েছে। বুধবার বালুরঘাটে প্রচারের ঝলক শেয়ার করেছেন টলিউড সুপারস্টার। সেখানেই দেখা গেল, বালুরঘাটে চপার থেকে নামতেই মাঠে এক মহিলা এসে তাঁর দুই পা জড়িয়ে ধরেন। সস্নেহে, পরমযত্নে ওই মহিলাকে দু হাত ধরে তুলতে দেখা যায় দেবকে। প্রিয় অভিনেতাকে একঝলক দেখবে বলে অনুরাগীদের সে কী উচ্ছ্বাস। একটু ছুঁয়ে দেখার জন্য চোখের জলও ফেলতে দেখা যায় তাঁদের। সেসব আবেগমাখা মুহূর্ত নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করলেন সুপারস্টার প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: অভিনয় থেকে রাজনীতির মঞ্চ, সবেতেই ‘হিরোগিরি’, তবু কেন রুক্মিণীকে বিয়ের ‘চ্যালেঞ্জ’ নিচ্ছেন না দেব?]

দেবের বালুরঘাট প্রচার এমনিতেই চর্চায়। প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করায় রাজনৈতিক মহলে নানা জল্পনার সূত্রপাত হয়। অমিত মালব্যও খোঁচা দিতে ছাড়েননি তাঁকে। সেসব নজর এড়ায়নি দেবের। পালটা এক্স হ্যান্ডেলে লিখে ঠারেঠোরে তিনি বুঝিয়ে দেন যে, তিনি সৌজন্যের রাজনীতিই করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement