Advertisement
Advertisement

Breaking News

Tekka

‘চূড়ান্ত খেলা শুরু’, ‘টেক্কা’র কার্ড ফেলে বন্দুকধারী দেবের হুঁশিয়ারি

দেবের সঙ্গে একফ্রেমে স্বস্তিকা-রুক্মিণীও। নতুন ট্যুইস্ট!

Dev shares final Tekka Poster along with Rukmini, Swastika
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2024 5:04 pm
  • Updated:September 11, 2024 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর নিয়ে উত্তাল শহর। চারদিকে প্রতিবাদ। এমন মন খারাপের সময়ে ‘টেক্কা’র কার্ড ফেলে ‘চূড়ান্ত খেলা শুরু’র হুঁশিয়ারি দাগলেন দেব (Dev)। মঙ্গলবারই সৃজিত মুখোপাধ্যায়ের পুজো রিলিজে নতুন লুকে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার। হাতে ঝাড়ু। ছাপোষা পোশাক। বাড়ির পরিচারক অবতারে ধরা দিয়েছেন দেব। রাত পোহাতেই বুধবার আরও এক নতুন চমক উপহার দিলেন অভিনেতা।

ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। সুপারস্টারসুলভ চরিত্রের খোলস ছেড়ে বছরখানেক আগে থেকেই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন তিনি। প্রতিটা ছবিতে নিজেকে ভেঙে-গড়ে নতুন মোড়কে প্রকাশ্যে নিয়ে আসছেন। সৃজিতের ‘টেক্কা’তেও তার অন্যথা হল না। বুধবার সেই সিনেমার তিন গুরুত্বপূর্ণ চরিত্রের ঝলক দেখালেন দেব। পোস্টারে একফ্রেমে দেখা গেল, দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়। খুদে মেয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে দেখা গেল দেবকে। আর সেই পোস্টার শেয়ার করে সুপারস্টার লিখলেন,
“টেবিলে তাস, টেক্কা খেলা চলছে। চূড়ান্ত খেলা সবে শুরু। আপনি কি চূড়ান্ত খেলার মুখোমুখি হতে প্রস্তুত?”

Advertisement

[আরও পড়ুন: ‘ডাক্তাররা টাকা চান না’, আন্দোলনের নামে তোলাবাজির অভিযোগ! সতর্ক করলেন স্বস্তিকা]

‘টেক্কা’ (Tekka) গল্পেও রয়েছে দারুণ ট্যুইস্ট! দেবকে দেখা যাবে এক বাড়ির পরিচারকের ভূমিকায়। রুক্মিণী মৈত্র থাকছেন পুলিশ অফিসারের চরিত্রে। স্বস্তিকার চরিত্রেও রহস্য। সূত্রের খবর, খবরের জগতের ঝাঁজালো চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে শেষপাতে দারুণ চমক দেবেন সৃজিত মুখোপাধ্যায়। সেই বিষয়ে এই পরিসরে বিস্তরে না ভাঙাই ভালো। অপেক্ষা করতে হবে পুজো অবধি।

[আরও পড়ুন: আত্মঘাতী মালাইকার বাবা, ব্রেকআপের যন্ত্রণা ভুলে দুঃসময়ে পাশে অর্জুন কাপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement