Advertisement
Advertisement

Breaking News

Bagha Jatin song

‘বাঘা বাঘা হে…’, ‘বাঘা যতীন’-এর গান গাইল বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদেরা, শেষে চমক দেবের

দেখেছেন নতুন এই ভিডিও?

Dev shares Bagha Jatin's new song Bagha Bagha Hey | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 30, 2023 6:24 pm
  • Updated:September 30, 2023 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অকুতোভয় সৈনিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই বাঘ মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন বিপ্লবীর চরিত্রকে শুধু বাংলা নয় সারা দেশের সামনে নিয়ে আসছেন দেব (Dev)। আর তাঁর ‘বাঘা যতীন’ ছবির জন্য গান গাইল বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদেরা।

Dev-Bagha-Jatin

Advertisement

শনিবারই প্রকাশ্যে এসেছে, নতুন এই গান। যাতে স্কুলের অনুষ্ঠানে বাচ্চাদের বিশেষ অনুষ্ঠান দেখানো হচ্ছে। সেই অনুষ্ঠানেই দেশের বীর যোদ্ধা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে ‘বাঘা বাঘা হে…’ গানটি গাওয়া হচ্ছে। আর তাতে শিশুরাই পারফর্ম করেছে। তবে শেষে চমক দিয়েছেন দেব। ‘বাঘা যতীন’ হয়ে ক্যামেরার সামনে এসেছেন অভিনেতা-প্রযোজক।

[আরও পড়ুন: ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের উর্দি গিয়ে যিশুর এ কোন অবতার?]

নীলায়ন চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছে বভ্রাবী বসু ও সৃজা গুপ্ত। কোরিওগ্রাফার দেবরাজ ঘোষাল। প্রসঙ্গত, প্রযোজক হিসেবে হোক কিংবা অভিনেতা, নতুন নতুন ছবিতে সারপ্রাইজ দিতে দেবের জুড়ি মেলা ভার। ব্যোমকেশ হোক কিংবা বাঘা যতীন বা গোলন্দাজ। বছর খানেক ধরেই পর্দায় নতুন অবতারে ধরা দিচ্ছেন দেব। লুক নিয়ে যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

আগামী ১৯ অক্টোবর আগে বাংলায় ‘বাঘা যতীন’ (Bagha Jatin) মুক্তি পাবে, তারপর ২০ অক্টোবর সারা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত ছবিটি। দেবের পাশাপাশি এ ছবিতে রয়েছেন নবাগতা সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, সামিউল আলম, সজল মণ্ডল, রোহন মণ্ডলের মতো একঝাঁক অভিনেতা।

[আরও পড়ুন: আট মাসের অন্তঃসত্ত্বা, জিমে কসরতে ব্যস্ত শুভশ্রী, ‘আপনি কি ঠিক করছেন?’ কটাক্ষ হবু মাকে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement