সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশের খাতায় ‘টেক্কা’, ‘খাদান’-এর জয়গাথা। পঁচিশের জন্যও তৈরি দেব। নতুন বছরের শুরুতেই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের ‘রঘু ডাকাত’ লুক। নিষ্ঠুর চোখের তীব্র কাঠিন্য নিয়েই জানিয়ে দিলেন ছবির মুক্তির তারিখ।
‘বাংলার ডাকাত’ রঘু। গল্পগাছায় তার উল্লেখ রোঘো নামেও রয়েছে। কেউ বলেছেন নিষ্ঠুর দস্যু, কারও কাছে আবার সে যেন রবিনহুড! লাঠিখানি হাতে নিয়ে যদি একবার বলত ‘আমি রঘু ডাকাত!’ তাতেই অনেকের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম। এমন চরিত্রে দেবের এই লুক দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
View this post on Instagram
২০২১ সালে ঠিক কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’ তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’
তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? এই নিয়ে তৈরি হয় সংশয়। এতদিনে সেই সংশয় মিটল। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’। নতুন পোস্টার প্রকাশ করেই তা জানিয়ে দেওয়া হল। টলিপাড়ার সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে নাকি শুটিংয়ের তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। তা নিয়ে চলছে রেইকি।
ইতিমধ্যেই ১১ দিনে ১০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে দেবের ‘খাদান’। ছবি সাফল্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফেসবুক লাইভে দেব জানিয়েছিলেন, একটা সিনেমা সাফল্য পেলে তার পরের সিনেমাগুলোও সেই সাফল্যের ফল লাভ করে। হয়তো এভাবেই, ‘খাদান’-এর সাফল্য ‘রঘু ডাকাত’কে ফ্লোরের দোরগোড়ায় নিয়ে এল। এমনটাই মনে করছেন অনুরাগীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.