Advertisement
Advertisement

Breaking News

Dev

বেড়াতে গিয়ে বড় ঘোষণা দেবের, রুক্মিণী কী বললেন?

বিদেশে ছুটি কাটাচ্ছেন তারকা জুটি। একাধিক ছবি শেয়ার করেছেন সেখান থেকে।

Dev's big announcement, Rukmini Maitra reacted this way
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2024 12:01 pm
  • Updated:August 13, 2024 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছেন বেড়াতে। মন পড়ে রয়েছে কাজে। তাই তো বেড়াতে গিয়ে বড় ঘোষণা করেই দিলেন দেব (Dev)। বালিতে লিখে ফাঁস করে দিলেন ‘গোপন কথাটি’। তাতেই আবার বিশেষ টিপ্পনি রুক্মিণী মৈত্রর।

Dev-Rukmini

Advertisement

দেবের ‘পরাণ’ রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্যই ‘জ্বলিয়া যায়’, একথা এখন সবাই জানে। অনেক দিন ধরেই দুজনের সম্পর্ক। কবে বিয়ে করবেন? এই প্রত্যাশায় অনুরাগীরা। তবে এদিন বিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনও ঘোষণা দেব করেননি। টলিপাড়ার সুপারস্টার নিজের ‘খাদান’ সিনেমা নিয়ে দিয়েছেন বড় আপডেট।

[আরও পড়ুন: থানায় তুলে এনে সেনা জওয়ানকে নগ্ন করে মার! মন্ত্রীর তৎপরতায় পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ]

অনেকদিন ধরেই দেবের ‘খাদান’ ছবির অপেক্ষায় দর্শকরা। এই ছবিতে আবার যিশু সেনগুপ্তও রয়েছে। আগামী ১৪ আগস্ট সকাল এগারোটা নাগাদ ছবির টিজার প্রকাশ করা হবে। বেড়াতে গিয়ে এই ঘোষণাই করলেন দেব। তাও আবার বালিতে লিখে। দেবের এই পোস্টের কমেন্টবক্সেই রুক্মিণী ‘খাদান’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “প্রচারের এই কায়দা একটু ক্যাজুয়াল… তবে বেশ কুল… সরি! আমি বলতে চাইছি বেশ ‘হট’।”

Dev-Instagram-Post

একদিকে পাহাড়, অন্যদিকে বালি। তাতেই প্রশ্রয় পাচ্ছে সোনালি রোদ। এমনই জায়গায় ঘুরতে গিয়েছেন দেব ও রুক্মিণী। একসঙ্গে এখনও কোনও ছবি পোস্ট না করলেও একই জায়গা থেকে নানা ছবি শেয়ার করছেন দুই তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

কোথায় বেড়াতে গিয়েছেন টলিউডের ‘প্রধান’ ও ‘বিনোদিনী’? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ছবি দেখে মনে হচ্ছে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন দুজন। এলিফ্যান্ট রকের ছবিও শেয়ার করেছেন দেব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

[আরও পড়ুন: RG Kar কাণ্ড: মুখ্যমন্ত্রীর ‘আলটিমেটামে’ তদন্তে গতি, সহকারী সুপার-সহ ২৫ জনকে তলব লালবাজারে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement