সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনস্ক্রিন, অফস্ক্রিন সবেতেই হিট দেব-রুক্মিণী জুটি। টলিউড সুপারস্টারের জন্মদিনের (Dev Birthday) পার্টিতে তা আরও একবার প্রমাণিত। জুটিতে যখন ‘মন মানে না’, ‘লে পাগলু ডান্স’ পর পর হিট গানে পা মেলালেন, তখন সমস্ত লাইমলাইট তাঁদের দিকে। বড়দিন মানেই দেবের দিন। বুধবার ৪২-এ পা দিলেন টলিউড সুপারস্টার। এবার ব্লকবাস্টার ‘খাদান’-এর সুবাদে সেই সেলিব্রেশন ডাবল। নিন্দুকরা ছবির মেকিং নিয়ে যতই হইচই করুক, শত্তুরের মুখে ছাই দিয়ে রিলিজের পাঁচ দিনেই পাঁচ কোটির গণ্ডি পেরিয়ে টলিউডের বক্স অফিস চাঙ্গা করেছেন দেব। অতঃপর এবারের জন্মদিনটা যে দেবের জন্য স্পেশাল ছিল, তা বলাই বাহুল্য। আর বার্থডে পার্টির অনুষ্ঠানেই ‘মন মানে না’ গানে নেচে বাজিমাত করলেন জুটি।
দেব-রুক্মিণীর পরনে রং মিলান্তি কালো পোশাক। ‘মন মানে না’ সিনেমার টাইটেল সংয়ে পা মেলালেন দুজনে। উপস্থিত সকলেও উল্লাসে মেতে। সেই ‘ব্লকবাস্টার’ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করলেন না আমন্ত্রিতরা। যে ভিডিও কিনা আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। দেবের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর খাদান সহ-অভিনেতা যিশু সেনগুপ্ত, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। এদিকে বড়দিনে টলিউডের বড় সুপারস্টারের জন্মদিন বলে কথা! ভক্ত সমাগম তো হবেই। মায়ানগরীর মন্নতের সিংহদুয়ারে জনঅরণ্যের ছবি এবার তিলোত্তমার ‘দেবনগরী’তে। বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে বাংলা কমার্শিয়াল সিনেমার হৃতগৌরব পুনরুদ্ধার করে দেব এখন টলিউডের ‘রাজার রাজা’। তাই তো সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের মাঝেই বুধবার জন্মদিনে দেবকে শুভেচ্ছা জানাতে উপচে পড়েছিল ভিড়। কেউ ফুল হাতে, কেউ প্ল্যাকার্ড হাতে এলেন। সেখানে গলা ফাটিয়ে শুধু একটাই স্লোগান- “শিরায় শিরায় রক্ত, আমরা দেবের ভক্ত…।” সম্প্রতি এই স্লোগানেই ‘সন্তান’ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী দেবের অনুরাগীদের ট্রোল করে নিজেই ফাঁপড়ে পড়েছিলেন। যদিও টলিউড সুপারস্টার এসবে কান না দিয়ে নজর রেখেছেন বক্স অফিস (Khadaan’s box office) অঙ্কের দিকে। আর জন্মদিনেই ‘খাদান’ দিয়ে নিজের ফিল্মি কেরিয়ারে নয়া রেকর্ড গড়ে ফেললেন দেব।
View this post on Instagram
দেবের ফিল্মি কেরিয়ারে সবথেকে দ্রুত গতিতে একেক দিনে এক কোটির ঘরে প্রবেশ করা ছবি ‘খাদান’। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন দেব। উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও তিনি। ‘খাদান’ উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন যোগ করলেন টলিউড সুপারস্টার। সূত্রের খবর, পাঁচ দিনে পাঁচ কোটির গণ্ডি ছুঁয়েছে ‘খাদান’। আর তাই তো অনুরাগীরা বলছেন, “যা যা বলে দে, জন্মদিনে দেব বক্স অফিস ভেঙেছে।” সকালে নিজের বাড়িতে জন্মদিন উদযাপনের পর সন্ধেবেলা প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর অফিসে দেখা গেল দেবকে। আর রাতে বন্ধুবান্ধবদের নিয়ে জমিয়ে পার্টি করলেন দেব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.