Advertisement
Advertisement

Breaking News

Arun Roy

অরুণ রায়ের শেষকৃত্যে দেব-রুক্মিণী, শববাহী গাড়িতেই শ্মশানে পৌঁছলেন তারকাজুটি

পরিচালকের শববাহী গাড়িতে করেই শ্মশানে পৌঁছলেন দেব-রুক্মিণী।

Dev, Rukmini joins last rites of direct Arun Roy's Demise
Published by: Sandipta Bhanja
  • Posted:January 2, 2025 5:27 pm
  • Updated:January 2, 2025 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বন্ধু নয়, এ যেন দেব-রুক্মিণীর কাছে প্রিয়জন বিয়োগ। নতুন বছরের দ্বিতীয় দিনে কাছের মানুষকে হারিয়ে শোকবিহ্বল টলিউড জুটি। তাই তো বন্ধু অরুণ রায়ের শেষযাত্রাতেও শামিল হলেন দেব এবং রুক্মিণী মৈত্র। পরিচালককে যে শববাহী গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, সেই গাড়ি থেকেই নামতে দেখা গেল টলিউড জুটিকে।

বৃহস্পতিবার নতুন বছরের দ্বিতীয় দিনে আচমকাই এক দুঃসংবাদে ঘুম ভাঙল টলিপাড়ার। প্রয়াত অরুণ রায়। গত দেড় বছর ধরে কর্কট রোগের সঙ্গে যোদ্ধার মতো লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। দেবকে নিয়ে ‘বাঘা যতীন’ সিনেমা শুটিং করার সময়েই অরুণের মারণরোগ ধরা পড়ে। তবে শরীরে ক্যানসার থাবা বসালেও দমে যাননি তিনি। ‘বাঘা যতীন’-এর শুটিং শেষ করে ‘অরণ্যের দিনরাত্রি’র কাজও শেষ করেছেন। তবে ‘পলাশির যুদ্ধ’ ছবির কাজ শেষ না করেই পরপারের উদ্দেশে রওনা হলেন অরুণাভ রায়চৌধুরী। ‘বাঘা যতীন’ করার সময় থেকেই দেব-রুক্মিণীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গাঢ় হয়। পরিবারের সদস্যের মতোই ছিলেন তাঁদের কাছে অরুণ। তাই শেষযাত্রাতেও কাছের মানুষের মতোই পরিচালকের শেষকৃত্যে হাজির হলেন দেব-রুক্মিণী। এদিন বিকেলে কেওড়াতলা শ্মশানে শববাহী গাড়ি থেকে নামতে দেখা যায় জুটিকে।

Advertisement

বৃহস্পতিবার সকালে অরুণ রায়ের প্রয়াণের খবর শুনে সোশাল মিডিয়ায় তাঁদের এক আড্ডার মুহূর্ত শেয়ার করে বেশি বাক্য বিনিময় করেননি দেব। ভগ্নহৃদয়ে শুধু লিখেছেন- বড্ড তাড়াতাড়ি চলে গেলে বন্ধু। তবে এদিন একাধিক কাজ শিডিউলে থাকলেও সব বাতিল করে অরুণ রায়কে নিয়ে গেলেন কেওড়াতলা শ্মশানে। সঙ্গী রুক্মিণী মৈত্র। প্রিয় অরুণদার প্রয়াণে শোকাহত রুক্মিণী মৈত্র লিখলেন, ‘আমি সবসময় তোমাকে ভালোবাসব। তুমি আমার হিরো। হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গিয়েছো। তোমার সব কথা রাখব অরুণদা, কথা দিলাম। তোমার হিরোইন তোমাকে কথা দিচ্ছে। তবে সত্যি বলি, না ছেড়ে গেলেই পারতে…’। অভিনেত্রীর কাছে অরুণ রায় ছিলেন শিক্ষকের মতোই। তাই শোক সামলে তিনিও দেবের সঙ্গে পৌঁছে গিয়েছেন শেষকৃত্যে। টলিপাড়া থেকে দেখা গেল প্রেমেন্দু বিকাশ চাকীকেও। সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, সুদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement